‘কথা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে’র আলাপ। পর্দার রসায়ন যে ধীরে ধীরে বাস্তব জীবনেও জায়গা করে নিয়েছে, তা নিয়ে দর্শকদের আগ্রহ কম নয়। আজকাল প্রায় সব জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা যায়। উৎসব হোক কিংবা সাধারণ দিন, টুইনিং পোশাকেই ধরা দেন এই চর্চিত জুটি।
সম্প্রতি সাহেব ও সুস্মিতার একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে ফ্যানপেজে। সেই ভিডিওতে দেখা যায়, সুস্মিতার কপালে চোট লেগেছে, আর খুব যত্ন করে বরফ লাগাচ্ছেন সাহেব। এক হাত দিয়ে সুস্মিতার মাথা ধরে, অন্য হাতে আইস প্যাক চেপে ধরেছেন তিনি। পাশে দাঁড়িয়ে থাকা কেউ কেউ মজা করে মন্তব্যও করছেন, যা পুরো মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ভিডিওতে সাহেবকে বলতে শোনা যায়, “বিরিয়ানিতে আলু ছিল না, আর ওর কপাল আলু হয়ে গেছে।” এই কথা শুনে হাসি থামাতে পারেননি সুস্মিতাও। দুজনের এই স্বাভাবিক ও হাসিখুশি মুহূর্ত ভক্তদের মন ছুঁয়ে গেছে। অনেকেই কমেন্টে তাঁদের সম্পর্ক নিয়ে খুনসুটি করেছেন, আবার কেউ কেউ সরাসরি বিয়ের প্রশ্নও তুলে দিয়েছেন।
এর আগেও একাধিকবার সাহেবের বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা ও পার্টিতে দেখা গিয়েছে সুস্মিতাকে। বড়দিনের রাত হোক বা অন্য কোনও বিশেষ দিন, দুজনকে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। যদিও তাঁদের বাগদান বা বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে, সেসবকে এখনও আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছেন সুস্মিতা।
আরও পড়ুনঃ “রাত না কা’টালে কাজ থেকে বাদ!”— কাজ পাকা হওয়ার পরেও অঞ্জনা বসুকে ফোনে স্পষ্ট কুপ্র’স্তাব দিয়েছিলেন প্রযোজক! নিজের আত্মসম্মানের সঙ্গে আপস না করে কীভাবে পাল্টা জবাব দিয়েছিলেন অভিনেত্রী?
উল্লেখ্য, অতীতে সুস্মিতার নাম জড়িয়েছিল অভিনেতা অনির্বাণ রায়-এর সঙ্গে, এবং সাহেবের সম্পর্ক ছিল মডেল সোনিকা চৌহান-এর সঙ্গে। নানা ওঠাপড়ার পর এখন নতুন করে ভালোবাসার আলোয় দুজনকেই সুখী দেখাচ্ছে বলে মনে করছেন ভক্তরা। সময়ই বলবে, এই সম্পর্ক কোন পথে এগোয়।
View this post on Instagram






