কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে, তারপর এক সপ্তাহের মধ্যেই পাহাড়ে মধুচন্দ্রিমা। জুনিয়র পিসি সরকারের মেজমেয়ে তথা অভিনেত্রী মৌবনী সরকার ও চন্দননগরের সৌম্য রায়ের বিয়ে ঘিরে আগ্রহের শেষ নেই। বিয়ের পরপরই পাহাড়ে পাড়ি দিয়েছেন নবদম্পতি। সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তাঁদের নানা মুহূর্তের ছবি। কখনও বিয়ের সাজে মৌবনী, কখনও আবার স্বামীর হাত ধরে পাহাড়ি পথে হাঁটার দৃশ্য। এই সব ছবিই এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
তবে শুধু ভালবাসা নয়, এই খুশির মুহূর্তের সঙ্গে জুড়ে গিয়েছে সমালোচনাও। মৌবনীর পোশাক থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করা সব কিছু নিয়েই চলছে আলোচনা। পাহাড়ে ঘুরতে গিয়ে যে এত মানুষের নজরে পড়তে হবে, তা ভাবেননি অভিনেত্রী নিজেও। দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে অনুরাগীদের ভিড়ে কার্যত ঘিরে ধরা পড়ছেন তাঁরা। ছবি তুলতে চাওয়া, কথা বলার আবদার সব কিছুতেই ভরপুর তাঁদের এই বেড়ানো।
এই প্রসঙ্গে মৌবনী জানালেন, এত মানুষের ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। তাঁর কথায়, মানুষ যে এতটা ভালবাসা দিচ্ছেন, সেটা ভেবে সত্যিই ভাল লাগছে। স্বামী সৌম্য অভিনয়ের জগতের মানুষ না হলেও এই পরিস্থিতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে নিচ্ছেন। তাঁকে দেখে মৌবনীর আরও ভাল লাগছে। নতুন জীবনের শুরুটা এমন আনন্দে কাটছে বলেই মনে করছেন তিনি।
তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি নেতিবাচক মন্তব্যও যে কম নয়, তা অস্বীকার করেননি অভিনেত্রী। মৌবনী স্পষ্টভাবে জানালেন, কারও যদি তাঁদের ছবি বা মুহূর্ত দেখে খারাপ লাগে, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ভাবনা। সকলের ভাল লাগবে, এমন আশা তিনি করেন না। কে কী ভাবছেন, তা নিয়ে মাথা ঘামাতে চান না বলেই জানালেন তিনি।
আরও পড়ুনঃ “অর্পণের থেকে চোখ ফেরাতে পারছি না…” — মজার ছলেই কি মনের কথা ফাঁস করলেন অলিভিয়া?তবে কি অর্পণ ঘোষালের প্রেমেই পড়লেন নায়িকা?
এই মুহূর্তে পুরোপুরি বেড়ানোর মেজাজেই রয়েছেন মৌবনী। পাহাড়ের শান্ত পরিবেশে স্বামীর সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বেড়ানো শেষ করে ফিরেই আবার কাজে যোগ দেবেন তিনি। কাজের সূত্রে কলকাতায় থাকলেও চন্দননগরে যাতায়াত থাকবে দুজনেরই। নতুন জীবন আর পুরনো কাজের মাঝে সমান ছন্দেই এগোতে চাইছেন মৌবনী ও সৌম্য।






