অন্য স্কুলে বদলি হয়ে যাচ্ছেন শিক্ষিকা, কাঁদতে কাঁদতে গোলাপ ফুল দিয়ে শিক্ষিকাকে বিদায় জানালো ছাত্রীরা, তুমুল ভাইরাল ভিডিও
কথায় বলে শিক্ষক-শিক্ষিকারা এই সমাজের ধারক-বাহক। তাদের দেওয়া শিক্ষা অবলম্বন করেই একজন মানুষ পরবর্তীকালে তার জীবন পথে পা বাড়ায়। মানুষ ক্যারিয়ারে কী হবে তা নির্ধারণ করে দেয় শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রদত্ত শিক্ষা। শিক্ষক-শিক্ষিকাদের আমরা ছোট থেকেই যথাযোগ্য সম্মান দিয়ে এসছি।তবে বর্তমানকালে অনেক সময় দেখা যায় যে শিক্ষক-শিক্ষিকারা অনেক নির্যাতনের শিকার হচ্ছেন তবে সেগুলো ব্যতিক্রম চিত্র বটে।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখে জল চলে এসেছে সাধারণ মানুষের।বর্তমানকালেও যে ছাত্রছাত্রীরা কোন স্কুলের শিক্ষক শিক্ষিকা কে এতটা ভালোবাসতে পারে তা এই ভিডিও নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা।
গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও। এখানে দেখা যাচ্ছে এক শিক্ষিকাকে পেছন থেকে চোখে হাত দিয়ে চেপে স্কুলের মাঠে নিয়ে আসে একজন ছাত্রী। তারপর তিনি চোখ খুলতেই দেখা যায় তার সামনে বসে আছেন পাঁচ ছয়জন ছাত্রী এবং হাতে তাদের রয়েছে লাল গোলাপ। তারা সুর করে গাইছে তুঝ মে রব দিখতাহে ইয়ারা মে কেয়া কারু। গান গাইতে গাইতে তারা ঝর ঝর করে কেঁদে ফেলে। তাদের প্রিয় শিক্ষিকা ও তখন চোখের জল মুছছেন। পরে সবাই মিলে একসঙ্গে জড়িয়ে ধরেন শিক্ষিকাকে।
কমেন্ট বক্স থেকে জানা যায় ভিডিওটি কাটিয়াহাট গার্লস হাই স্কুলের। ওই স্কুলের শিক্ষিকা অন্য স্কুলে বদলি হয়ে চলে যাচ্ছেন। তাই তাকে এরকম অভিনবভাবে ফেয়ারওয়েল দিল তার প্রিয় ছাত্রীরা। যেভাবে ওই শিক্ষিকাকে ভালবেসে ছাত্রীরা এমন আয়োজন করেছিল তা দেখে বাহবা জানাচ্ছে নেটপাড়া।বর্তমানকালে শিক্ষক-শিক্ষিকাদের যেখানে অনেকেই অসম্মান করেন সেখানেই যেভাবে এই অল্প বয়সী ছাত্রীরা তাদের প্রিয় শিক্ষিকা কে সম্মান জানালো তা দেখে আবেগে আপ্লুত হয়ে গেছে সকলেই।