মি’থ্যে প্রেমের নাটক করে টিআরপি বাড়ানো!সাহেব-সুস্মিতার উপর প্রচন্ড ক্রুদ্ধ ভক্তরা

টেলিভিশন পর্দায় সিরিয়ালগুলি এখন টিআরপি টানতে ব্যস্ত। কারণ এই টিআরপির ওপর ভিত্তি করেই ধারাবাহিকের মেয়াদ নির্ভর হচ্ছে। সবদিক থেকেই তাই টিআরপি প্রধান হয়ে দাঁড়িয়েছে। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক কথা (Kothha)। ধারাবাহিকের টিআরপি বাড়াতে মিথ্যে প্রেমের নাটক করতেও ছাড়েনি লিড অভিনেতা ও অভিনেত্রী।

শুধু জনপ্রিয়তার জন্য মিথ্যে প্রেমের নাটক!

স্টার জলসার কথা ধারাবাহিকের গল্প পারিবারিক ও প্রেমের গল্প। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দাস। শুটিংয়ের আড়ালে প্রায়ই দুজনকে একসঙ্গে দেখা যায়। তারকা জুটির হাসি আড্ডা আড়ালে প্রেমের আভাসের খোঁজ মেলে।

কিছুদিন আগেই অভিনেত্রী সুস্মিতার ব্রেকআপের কথা শোনার পর অনুরাগীরা ধারণা করে নেন খুব সম্ভবত সাহেবের সঙ্গে সম্পর্কে আছেন সুস্মিতা। এই গুঞ্জন চারিদিকে রটে গেলে তারকা জুটির কাছেও প্রশ্ন যায়। কিন্তু গুঞ্জনকে উড়িয়ে দেওয়ার বদলে হাসিমুখে তাদের বলতে শোনা যায়, “দেখা যাক না কি হয়!”

তাঁদের কথার মাধ্যমেই সূত্র খুঁজে নিয়েছিলেন দর্শক। সকলেই বুঝেছিলেন সাহেব সুস্মিতা জড়িয়েছেন সম্পর্কে। আর এই খবর চারিদিকে রটে যেতে লাফিয়ে বাড়তে থাকে টিআরপি। বেশ কিছু সপ্তাহে বেঙ্গল টপার হয় স্টার জলসার কথা। কিন্তু তার কয়েক দিনের মধ্যেই দেখা যায় আসলে সবটাই একটা নাটক! সাহেবের প্রেমিকা সুস্মিতা নন। নিজের জন্মদিনেই সেকথা ঘোষণা করেছেন সাহেব।

আরও পড়ুন: আমি কোনদিন তোমার মা হতে পারব না! কিন্তু…. নিজের সৎ ছেলে আকাশকে কেন এমন কথা বলেছিলেন সুদীপা?

নিজের প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়ে প্রেমিকার পরিচয় প্রকাশ করেছেন সাহেব। আর এই দৃশ্য দেখার পর রীতিমতো রেগে গিয়েছেন দর্শক। শুধুমাত্র টিআরপি টানার জন্যই মিথ্যে প্রেমের নাটক করা হয়েছে বুঝতে পেরেই ‘কথা’র উপর ভরসা হারিয়েছে টেলিদর্শকদের। যার ফলস্বরূপ দেখা যাচ্ছে টিআরপিতে।

You cannot copy content of this page