জনপ্রিয় নায়ক, প্রযোজকের ঘনিষ্ঠ হয়েও হাতে কাজ নেই টলিপাড়ার উঠতি নায়িকার! কী করলে মিলবে কাজ?

টলিপাড়ায় ভাগ্যের চাকা ঘোরে চোখের পলকে—আজ যিনি আলোচনার কেন্দ্রবিন্দু, কালই তিনি হয়ে যান ‘আউট অফ দ্য সিন’। একসময় যাঁকে ঘিরে নিত্য নতুন খবর তৈরি হতো, আজ তাঁর নাম উচ্চারণই বন্ধ হয়ে গিয়েছে স্টুডিয়োপাড়ায়। আশ্চর্যজনক ভাবে, প্রযোজক ও প্রথমসারির একাধিক নায়কের ঘনিষ্ঠ হয়েও বর্তমানে কাজের খাতায় শূন্য দেখাচ্ছে সেই উঠতি নায়িকার নাম!

২০২৪ থেকে গত দুর্গাপুজো পর্যন্ত তিনি ছিলেন আলোচনার শীর্ষে। কখনও তাঁর গান ভাইরাল হয়েছে, কখনও আবার ছবির সহ-অভিনেতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে জোর গুঞ্জন। কিন্তু নায়িকা সবসময়ই থেকেছেন নিরুত্তাপ—না প্রতিবাদ, না প্রতিক্রিয়া। হাসিমুখে সমস্ত বিতর্ককে উড়িয়ে দিয়েছেন তিনি। অথচ ইন্ডাস্ট্রির অন্দরে এখন শোনা যাচ্ছে, যাঁদের সঙ্গে কাজ করে একের পর এক হিট দিয়েছিলেন, সেই দুই নায়কই নাকি আর তাঁকে নিতে আগ্রহী নন।

বর্তমানে তাঁর দিন কাটছে কিছু ব্র্যান্ডের শুটিং ও স্টেজ শো ঘিরে। সিনেমা বা ওয়েব প্রজেক্টের খবরে আর দেখা যাচ্ছে না তাঁর নাম। টলিপাড়ার গোপন সূত্রের দাবি, ব্যক্তিগত সম্পর্ক নাকি এক সময় তাঁর এগিয়ে যাওয়ার সিঁড়ি ছিল, কিন্তু সেটাই আজ হয়ে উঠেছে বাঁধা। অনেকেই মনে করছেন, প্রযোজনা সংস্থাগুলির ভাবমূর্তি নিয়ে অস্বস্তি তৈরি করায় তাঁকে ধীরে ধীরে ‘ব্ল্যাকলিস্ট’-এর তালিকায় ঠেলে দেওয়া হয়েছে।

ইন্ডাস্ট্রির সহকর্মীদের কেউ কেউ বলছেন, অভিনয়ের বাইরে অন্যান্য বিষয়েই বেশি পারদর্শী হয়ে উঠেছিলেন অভিনেত্রী। ফলে সহকর্মী অভিনেত্রীদের মধ্যেও তৈরি হয়েছিল হিংসা ও বিরূপ মনোভাব। আর সেই থেকেই নাকি শুরু হয়েছে তাঁর ‘আইসোলেশন’।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনীচিত্রে ‘মা’ হীরাবেনের ভূমিকায় অভিনেত্রী রবিনা টন্ডন! আসছে ‘মা বন্দেমাতরম’

এখন প্রশ্ন একটাই—এত বিতর্কের পরও কি ফের কামব্যাক করবেন এই আলোচিত মুখ? নাকি টলিপাড়ার আর এক প্রতিভা হারিয়ে যাবে আলো-আঁধারির দুনিয়ার অন্ধকারে? সময়ই দেবে উত্তর।