সুবর্ণলতা বলতেই যে অভিনেত্রীর কথা সর্বপ্রথম মাথায় আসে তিনি হলেন টলি জগতের জনপ্রিয় মুখ অনন্যা চট্টোপাধ্যায় ( Ananya Chattopadhyay)। আশাপূর্ণা দেবীর এই গল্পে অনন্যা অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছিল বাংলার দর্শকদের কাছে। অনেক জায়গায় এই অভিনেত্রী আজও সুবর্ণলতা নামেই পরিচিত।
বর্তমানে আবারও নিজের প্রতিভা দিয়ে রুপালী পর্দায় ঝড় তুলতে আসছে অনন্যা। বেশ কিছুদিন হলে দর্শকদের কাছে মুক্তি পেয়েছে শ্রী মুখার্জির আসন্ন ছবি। সিনেমার নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া যাবে সুবর্ণলতা ওরফে অনন্যাকে। এই সিনেমাতে কৌশিক সেনের চরিত্র দেখতে পাওয়া যাবে অনন্যাকে। এরই সাথে অভিনেত্রী জীবনে যোগ হয়েছে অন্য আরেক খুশির হাওয়া।
শোনা যাচ্ছে, টলিউডের তাঁর সিনেমা মুক্তির আগেই বলিউড জগতে পা রাখতে চলেছেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আর মাধবন এবং ফাতিমা সানা শেখের আসন্ন এক ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। নিজের চরিত্রের বিষয়ে অভিনেত্রী আরও খোলাখুলিভাবে বলেন, একটি বয়স্ক লোকের সঙ্গে কম বয়সী মেয়ের প্রেমের সম্পর্ক দেখানো হবে এই গল্পে। ফাতিমার চরিত্র হয়েছে একটি বাঙালি মেয়ের। অভিনেত্রী এই ফাতিমার পরিবারের সদস্য।
আরও পড়ুনঃ “বিনোদিনী শুধু একটা চরিত্র নয়, এটা আমার জন্য একটা আবেগ…” ভাঙা পা নিয়ে নাচের শুটিং করেন রুক্মিণী!
অভিনেত্রী বলিউডের কাজ করার প্রসঙ্গে বললেন, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত হতেই পারেন কিন্তু তিনি কখনোই চাননি মুম্বাই-এ গিয়ে বাড়ি ভাড়া করে থেকে পরবর্তীকালে প্রত্যেক কাস্টিং ডিরেক্টর-এর কাছে অডিশন দিয়ে রোল পেতে। বরাবরই তিনি চেয়েছেন কলকাতায় থেকে কাজ করতে। অনন্যার মতে, “কেউ কাজ দেখে কাজ দিলে ভালো লাগে”।