“বনি খাদানে ভিলেনের চরিত্রে অভিনয় করেনি বলেই এই সিনেমা এত হিট হয়েছে!” সিনেমা হিট হতেই মত দেব ভক্তদের

টলিউডে (Tollywood) চলছে ‘খাদান’-এর হাওয়া। এই হওয়ার ধাক্কা লেগেছে বেশ অনেকের গায়েই। চারিদিকে খাদান এর জয়জয়কার চললেও স্টুডিও পাড়ায় একটু কান পাতলেই কিছুদিন আগে শোনা যাচ্ছিল এক জোর গুঞ্জন। বর্তমানে হওয়া এই সুপারহিট সিনেমা করার জন্য প্রত্যাখ্যান করেছে স্বয়ং একজন জনপ্রিয় টলিউড অভিনেতা। অভিনেতার নাম বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। নিঃসন্দেহে বলা যায়, বাংলা সিনেমা জগতে অত্যন্ত পরিচিত মুখেদের মধ্যে একজন তিনি।

বেশ কিছুদিন আগে এই সিনেমাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছিলেন বনি সেনগুপ্ত। এছাড়াও, ছোট পর্দার কলাকুশলীদের নিয়ে হেও করতে শোনা গিয়েছিল তাঁর মুখ থেকে। তিনি সিরিয়ালদের তারকাদের অপমান করে বলেছিলেন, “আমার সময় এতটা খারাপ নয় যে, আমি সিরিয়াল করব”। এই কথা বলা মাত্রই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন অভিনেতা।

পরবর্তীকালে অবশ্য অভিনেতা স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছিলেন তাঁর করা ঐ মন্তব্যকে। বনি বলেছেন, “আমি একটি ফ্যান ক্লাবের পোস্ট দেখেছি যে দাবি করছে যে আমি একটি সিরিয়ালে যোগ দিচ্ছি কারণ, স্পষ্টতই,খাদানকে প্রত্যাখ্যান করার পরে আমার কোন কাজ নেই”। আবার, কোনো কোনো নেটিজেনদের কথায়, আজ এই অভিনেতা খাদান সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেনি বলেই এই সিনেমা এত হিট হয়েছে। দেব ভক্তরা বনিকে ধন্যবাদ জানিয়েছেন এই সিনেমাটি না করার জন্য।

আরও পড়ুনঃ পর্দায় চূড়ান্ত দাপট দেখিয়ে হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেলেন ইচ্ছে পুতুলের ময়ূরী শ্বেতা মিশ্র! অভিনেত্রীকে নায়িকা চরিত্রে দেখতে চান আপনারা?

অবশ্য সিনেমা না করা নিয়ে বনি সেইভাবে কোনো কিছু বক্তব্য রাখেননি। উল্টে তিনি সামাজিক মাধ্যমের দ্বারা দর্শকদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছে তার মীমাংসা করতে গিয়ে বলেছেন, “একরকম, এটাকে এমনভাবে বাঁকানো হয়েছে যেন আমি সিরিয়ালের অভিনেতাদের অবমূল্যায়ন করি, কিন্তু সেটা কখনোই আমার উদ্দেশ্য ছিল না”। অভিনেতা পরে আরও বলেছেন, “অভিনয়ের ঐতিহ্য সহ পরিবার থেকে আসা আমি কখনোই কোনো পেশাকে বাদ দিতাম না। আমি যাদের সাথে কাজ করি প্রত্যেক অভিনেতা, টেকনিশিয়ান এবং মিডিয়া ব্যক্তির প্রতি রয়েছে আমার পরম শ্রদ্ধা”।