আরাত্রিকা সিনহা, ইতিমধ্যেই এই নামটা দর্শকদের মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছে। জি বাংলা (Zee Bangla) রিয়েলিটি শো ‘সারেগামাপা’-এর শেষ বারের এক উল্লেখযোগ্য প্রতিযোগী গায়িকা। খুব ভালো গায়িকা হওয়া সত্ত্বেও আরাত্রিকা সেই অর্থে কোনো স্থান অর্জন করতে পারেনি।
অনেক দর্শকদের মতে, ‘সারেগামাপা’-এ এই গায়িকার যথার্থ বিচার হয়নি বলেই মনে করেন। প্রসঙ্গত, গানের প্রতিযোগিতায় ফাইনালের মঞ্চে আরাত্রিকা পেয়েছে কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড বিশেষ সম্মান। প্রসঙ্গত, বেশ কয়েক বছর পর এইবারে যুগ্ম বিজয়ী হয়েছে। বড়দের মধ্যে প্রথম হয়েছেন দেয়াশিনী রায় ও ছোটদের মধ্যে অতনু।
শোনা যায়, এই মঞ্চে আসার আগে আরাত্রিকা ব্রিগেডে গানও গেয়েছেন। এমনকি, তকমা পেয়েছেন ‘খুদে কমরেড’। তবে, অনেকেরই ধারণা তাঁর এই রাজনৈতিক চিন্তা-ভাবনা কিছুটা হলেও প্রভাব ফেলেছিলাম গানের প্রতিযোগিতায়।
আরও পড়ুনঃ রোশনাই-আরণ্যকের মধ্যে লুকোনো গল্প ফাঁস করল গরিমা ! ‘এই ন্যাকা গল্প আর নেওয়া যাচ্ছে না, বন্ধ হোক এবার’ চাইছেন দর্শকরা
বর্তমানে, গায়িকার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি করলেন বিস্ফোরক মন্তব্য। আরাত্রিকাকে বিজয়ীদের নাম সংক্রান্ত বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ” এই কারণটা আমার কাছে আমার বাবার কাছে পুরো ফ্যামিলির কাছে খুবই অদৃশ্য একটা কারণ”। গায়িকা তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “সিলেক্টেড হওয়ার পরে প্রোগ্রামের আগের দিন লিস্ট থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল”।
এই সাক্ষাৎকারে আরাত্রিকার বাবাকে গণআন্দোলনের গান গাওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমার মেয়ে যে গণসঙ্গীত গেয়ে মানুষের চেতনা পথকে বিকাশ করার কাজে যুক্ত হয়েছে থাকে এটা ভেবে আমার গর্ববোধ হয়”। তিনি আরো বলেন, “শিল্পীদের পরিবারের রাজনৈতিক রঙ দেখে বিচার করা হয়, এটা আমাদের দুর্ভাগ্য”। এই বক্তব্যর মাধ্যমে গায়িকার বাবার বিচার ব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে। আরত্রিকার বাবার এই বক্তব্যকে অনেকেই সমর্থন জানিয়েছে।