বিয়ে সারলেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য! লাল বেনারসীতে নববধূর সাজে অপরূপা তিনি, পাত্র কে?

প্রেরণা ভট্টাচার্য (Prerana Bhattacharjee) টলি জগতের ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ। অভিনেত্রীর পরিবারে তিনি ছাড়াও তাঁর মাও জড়িত রয়েছে এই বিনোদন জগতের সঙ্গে। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে। ২০০৯ সালে ‘অগ্নিপরীক্ষা’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রেরণা।

অগ্নিপরীক্ষার পর থেকে অভিনেত্রীর ঝুলিতে আসতে থাকে বিভিন্ন ধারার সিরিয়াল। অভিনেত্রীর উল্লেখযোগ্য ধারাবাহিকগুলি হল- ভালোবাসা ডট কম, রাজযোটক, মিলন তিথি, খুকুমনি হোম ডেলিভারি এবং আরও অনেক। বর্তমানে অভিনেত্রীর মতে, জগদ্ধাত্রী সিরিয়ালের সানভী চরিত্র দর্শকদের খুবই প্রিয়।

অভিনয়ের সঙ্গে সমতালে অভিনেত্রী সমাজ মাধ্যমে ভ্লগিং শুরু করেছে। অভিনয়ের জীবনের সঙ্গে দর্শকেরা এই অভিনেত্রীকে তার ব্যক্তিগত জীবনে খোলামেলা ভাবি দেখতে বেশ পছন্দ করছে। কিন্তু আচমটাই বাংলার দর্শকদের সারপ্রাইজ দিল অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। বর্তমানে, নেট দুনিয়া তোলপাড় অভিনেত্রীকে নিয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রীর নববধূর সাজ দেখে হতবাক নেটিজেনরা।

আরও পড়ুনঃ লিডিং হিরো তাই দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাননি! খাদান ছেড়ে বানসারা নিয়ে ফিরছেন বনি

সিঁথি ভর্তি সিঁদুর, বিয়ের সারলেন অভিনেত্রী প্রেরণা। বছরে শুরুতেই সাত পাকে বাঁধা পড়লেন প্রেরণা। সদ্য বিবাহিতার সাজে ফটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, কপাল ভরে গেল সিঁদুরে। এই খবর জানতে পারা মাত্রই তার অনুরাগীদের মধ্যে শুরু হয়ে যায় হইচই। জীবনসঙ্গী কে, প্রেমজ বিবাহ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ সবকিছু নিয়েই যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছিল অনুরাগীসহ সমালোচকেরা। কিন্তু পরবর্তীকালে জানতে পারা গেল তিনি কেবল কনের সাজে ফটোশুট করেছেন, বিয়ে তাঁর এখনও হয়নি। অবশ্য এই ফটোশুটের বিহাইন্ড দ্য সিন দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর ভ্লগে। গত বুধবার এই সাজের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

You cannot copy content of this page