১৪ বছর পর আবার‌ও একফ্রেমে অর্চি-বাহা! ‘ইষ্টি কুটুম’ স্মৃতি ফিরিয়ে আনলেন ঋষি-সুদীপ্তা! নস্টালজিয়া উসকে ফের কি দুজনকে একসঙ্গে দেখা যাবে নতুন ধারাবাহিকে?

অবশেষে ফের একবার একফ্রেমে ধরা দিলেন বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum) এর দুই জনপ্রিয় মুখ, অর্চি আর বাহা। যাঁরা একসময় ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি হয়ে উঠেছিলেন। একদিকে ‘রণিতা দাসে’র (Ranita Das) হাত ধরে ধারাবাহিক শুরু হলেও, গল্পের মাঝপথে তার জায়গা নেন ‘সুদীপ্তা চক্রবর্তী’ (Sudipta Chakraborty) , যদিও দুই অভিনেত্রীর মধ্যেই চরিত্রটি যেন নিজস্ব ছাপ রেখে গেছে। আর বিপরীতে ছিলেন ‘ঋষি কৌশিক’ (Rishi Kaushik) , যার অর্চি বাবু চরিত্রটি আজও ভোলেননি দর্শক।

সম্প্রতি সুদীপ্তা চক্রবর্তীর ফেসবুক প্রোফাইলে চোখ রাখলেই যেন ভেসে উঠছে একরাশ পুরনো স্মৃতি। এদিন তিনি সমাজ মাধ্যমের পাতায় কিছু ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, ঋষি কৌশিকের সঙ্গে তিনি এবং দু’জনের মিষ্টি বন্ধুত্ব, পরস্পরের প্রতি শ্রদ্ধা আর একসঙ্গে কাজের সেই পুরনো দিনগুলির কথাই যেন ভেসে উঠেছে। ছবির ক্যাপশনে সুদীপ্তা লেখেন, “যখন পোনা আসে ছানার সঙ্গে দেখা করতে। আমার প্রিয় একজন মানুষ অর্চি বাবু, ঋষি।”

এই এক লাইনের মধ্যেই যেন প্রকাশ পেল দীর্ঘ এক বন্ধুত্বের গল্প। এই ছবি সামনে আসতেই উচ্ছ্বসিত দর্শক মহল। সমাজ মাধ্যমে কমেন্টের বন্যা, পুরনো অর্চি-বাহা ফ্যানেরা যেন ফিরে গেছেন তাঁদের ফেভারিট ধারাবাহিকের সময়টায়। ‘ইষ্টি কুটুম’ যে শুধুই একটা ধারাবাহিক ছিল না, বরং অনেক দর্শকের কাছে তা ছিল আবেগ, তারই প্রমাণ যেন আবার মিলল। বহু দর্শক লিখেছেন, “এই জুটিকে আবার পর্দায় দেখতে চাই।”

কারও মতে, “এই ছবি যেন সময়কে ফিরিয়ে নিয়ে এল।” প্রসঙ্গত বর্তমানে রণিতা দাস একটি নতুন শোয়ের হাত ধরে টেলিভিশনে আবার ফিরেছেন। দর্শক তাঁর নতুন রূপের বেশ প্রশংসাও করছেন। অন্যদিকে সুদীপ্তা চক্রবর্তী এখন চুটিয়ে কাজ করছেন থিয়েটার এবং ওয়েব সিরিজে। আর ঋষি কৌশিক তো রাজনীতি থেকে অভিনয়, দুই দিকেই সমানভাবে ভারসাম্য রেখে চলেছেন।

আরও পড়ুনঃ অভিনেতা দেবোত্তমের পরিবারে শতবর্ষের উল্লাস! দাদুর ১০০তম জন্মদিনে ১০০ টা মোমবাতি জ্বালিয়ে উদযাপন! আবেগে ভাসলেন দেবোত্তম নিজেই! আজকের দিনেও দাদু-দিদার জন্য এতটা সময়! অভিনেতার পোস্ট মন ছুঁয়ে গেল সকলের!

এত ব্যস্ততা সত্ত্বেও সুদীপ্তা ও ঋষির এই মিলন মুহূর্ত অনেকের কাছেই ছিল আবেগঘন। এই একফ্রেম যেন শুধুই একটি ছবি নয়, বরং ‘ইষ্টি কুটুম’ প্রেমীদের জন্য একরাশ নস্টালজিয়া। পুরনো চরিত্র, পুরনো মুখ, আর সেই একই ভালোবাসা, যা কখনও পুরোনো হয় না। ‘অর্চি-বাহা’র এই রিইউনিয়ন যেন মনে করিয়ে দিল, সত্যিকারের চরিত্র নিয়ে উম্মাদনা কখনও শেষ পর্বে থেমে যায় না, তারা থেকে যায় স্মৃতির পাতায়।