Aay Tobe Sohochori: বরফির সঙ্গে মিলে দেবিনাকে জব্দ করতে এবার কী দাওয়াই দেবে টিপু?

স্টার জলসায় রাত নটায় সম্প্রচারিত আয় তবে সহচরী ধারাবাহিকে এবার টানটান উত্তেজনা আসতে চলেছে। গোপন মুহূর্তের ভিডিও করে তা দিয়ে ভয় দেখিয়ে সমরেশকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে দেবিনা। এদিকে আবার সমরেশ-দেবিনার সম্পর্ক প্রকাশ্যে আনতে মরিয়া হয়ে উঠেছে বরফি-সহচরী।

পরের এপিসোডের দেখা যাবে দেবিনা নতুন প্ল্যান করেছে। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার মিথ্যে নাটক করবে সে। কিন্তু এবার সহচরী আর বরফির পাশাপাশি তাদের সঙ্গে হাত মিলিয়েছে টিপু। আর সেই টিপুই এবার জব্দ করবে দেবিনাকে। এদিকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটা দেখার জন্য যে বরফির স্যান্ডো কুমার কি পারবে দেবিনাকে শায়েস্তা করে আসল সত্যিটা সামনে আনতে?

টিআরপির লড়াইয়ে সেরা দশের মধ্যে থাকা আয় তবে সহচরী ধারাবাহিক একেবারে টুইস্ট- এর মোড়কে ঢাকা রয়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আবার সেটা নাকি বেড়েছে। সেই টিআরপি রেট বেড়ে হয়েছে ৮.৬। আগে সেটা ছিল ৮.১। এবার দেখার পালা এই নতুন পর্বে কী চমক আসতে চলেছে।

You cannot copy content of this page