টলিউডের সফলতম খলনায়ক এবার রাজত্ব করবেন মুম্বইয়ে! টলিপাড়ার টাইপকাস্ট ভেঙে এবার বলিউডে নতুন রূপে ফিরছেন সুমিত গঙ্গোপাধ্যায়!

এক সময় পর্দায় তাঁর উপস্থিতি মানেই ছিল টানটান উত্তেজনা, একচেটিয়া রাজত্ব করেছেন এই খলনায়ক। তিনি আর কেউ নন, টলিউডের (Tollywood) পরিচিত মুখ ‘সুমিত গঙ্গোপাধ্যায়’ (Sumit Ganguly)। এবার পা রাখতে চলেছেন বলিউডে (Bollywood) ! দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি। মাঝে বেশ কিছুদিন পর্দায় তাকে দেখা যায়নি, তবে দেবের (Dev) হাত ধরে ‘খাদান’ (Khadan) ছবিতে তাঁর অভিনয় আবারও দর্শকদের নজর কেড়েছে।

এবার আর শুধু বাংলা নয়, হিন্দি ছবিতে খলনায়ক রূপে দেখা যাবে সুমিতকে! সম্প্রতি ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের পর ফের দর্শকদের নজরে আসেন তিনি। আর এবার হিন্দি ছবিতে বড়সড় ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির গল্প গড়ে উঠেছে কলকাতার প্রেক্ষাপটে। ফলে শুটিং হবে কলকাতা এবং মুম্বাই মিলিয়ে। বলিউডের বেশ কিছু পরিচিত মুখও থাকবেন এই ছবিতে, তবে বিস্তারিত এখনই প্রকাশ করতে নারাজ সুমিত।

টলিপাড়ার চেনা ছক ভেঙে নতুন কিছু করার চেষ্টা সব সময়ই করেছেন সুমিত। শুধুমাত্র খলনায়কের চরিত্রে আবদ্ধ থাকতে চাননি তিনি, তাই এবার রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘মন মানে না’ ছবিতে কৌতুক এক চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়ও। তাঁর সঙ্গে কাজ করাও এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে সুমিতের জন্য।

এক সাক্ষাৎকারে সুমিত জানান, বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করলেও সব সময়েই তাঁকে চেনা ছাঁচে ফেলে দেওয়া হয়েছে। হিন্দি ছবি হয়তো তাঁকে নতুন কিছু করার সুযোগ দিতে পারে বলে আশা করছেন তিনি। নিজেকে আবার নতুন করে আবিষ্কার করার এই সুযোগ পেয়ে খুব খুশি অভিনেতা। এক সময় যখন বাণিজ্যিক বাংলা ছবির সংখ্যা কমে যাচ্ছিল, সুমিতের কাজের গতি কিছুটা হোঁচট খেয়েছিল।

আরও পড়ুনঃ “আমি তথাকথিত নায়িকা নই। ইন্ডাস্ট্রির ভাষায় আমি অসামান্য, অসাধারণ! তাই আমায় নিয়ে আলাদা করে ভাবতেই হয়।”— গায়ের রং নিয়ে কটাক্ষ, কাজ না পাওয়ার হতাশা! জবাব দিলেন ‘আমার বস’-এর শ্রুতি দাস!

কিন্তু সেই ধাক্কা কাটিয়ে ফের নতুন চরিত্রে, নতুন ধাঁচে নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি। অভিনয়ের প্রতি তাঁর ভালবাসা এবং নিষ্ঠা বরাবরই স্পষ্ট হয়েছে পর্দায়। এবার হিন্দি ইন্ডাস্ট্রিতে সেই অভিজ্ঞতাই কতটা প্রশংসা পায়, তা দেখার অপেক্ষায় ভক্তরা। আপনাদের সুমিত গঙ্গোপাধ্যায়ের অভিনয় কেমন লাগে? হিন্দি ছবিতে তাঁকে দেখার জন্য কতোটা অপেক্ষায় আপনারা? জানতে ভুলবেন না কিন্তু।