বৃদ্ধাশ্রমে প্রেম দিবস পালন! অভিনেত্রী চান্দ্রেয়ীর অভিনব ভূমিকায় সোশ্যাল মিডিয়ায় সুনাম

ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র দাপিয়ে কাজ করা একজন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। ছোটপর্দায় মূলত নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও এবার নায়িকা তাঁর এক অভিনব কৃতিত্বের মাধ্যমে মন জয় করলেন নেট দুনিয়ার। প্রেম দিবস উপলক্ষে তাঁকে সময় কাটাতে দেখা গেলো এক বৃদ্ধাবাসে। তাঁর এই ভূমিকা মন কেড়ে নিয়েছে দর্শকদের।

ভ্যালেন্টাইনস ডে এমন একটি দিন যেদিন প্রতিটি মানুষ চায় তার মনের মানুষের সঙ্গে সময় কাটাতে। তবে নায়িকা এমন কিছুই করলো না। তার বদলে তিনি সময় কাটালেন বৃদ্ধদের সঙ্গে যা সত্যি প্রশংসার দাবি রাখে। ‘অবসর’ বৃদ্ধাবাস নামের একটি বৃদ্ধাবাসে পৌঁছে যান অভিনেত্রী। সেই আবাসনের সমস্ত বাসিন্দাদের সঙ্গে সময় কাটালেন নায়িকা নিজের মতো করে। গোটা বিষয়টি নিয়ে অভিনেত্রী আবার জানিয়েছেন যে ওখানে গিয়ে কিছু সময় কাটানোর পর তিনি বুঝতে পেরেছেন জীবনে এখনো অনেক কিছু শেখা বাকি তাঁর।

নায়িকা সেই বিশেষ দিনের কাটানো সময়গুলি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে কমেন্ট বক্স ভরে গেছে প্রশংসায়। নায়িকা সেখানকার মানুষদের মনের কথা শুনে নিজের চোখের জল আটকে রাখতে পারেননি। সুযোগ হলে আবার তিনি ওই মানুষগুলির সঙ্গে সময় কাটাবেন বলে জানিয়েছেন। এই মহান উদ্যোগ বহু মানুষদের মন জয় করে নিয়েছে। এমনভাবে যে এই বিশেষ দিন কাটানো যায় তা অনেকেই ভাবতে পারেন না।

You cannot copy content of this page