টলিপাড়ায় শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী জয়শ্রী সেন, শোকস্তব্ধ অভিনয় জগৎ

টলিপাড়ায় শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী। খবর মিলতেই শোকস্তব্ধ অভিনয় জগত। অভিনেত্রীর মৃত্যুতে উপস্থিত আত্মীয় ও পরিজনেরা। এক সময় তিনি পরপর কাজ করে সকলের মন জয় করে নিয়েছিলেন। এদিন তাঁর প্রয়ানের খবর পেয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রীর অনুরাগীরাও।

টলিউডের বিভিন্ন নামিদামি সিনেমা, এমনকি মঞ্চেও দীর্ঘদিন অভিনয় করেছেন জয়শ্রী সেন। তবে বয়স হওয়ার কারণে অনেকদিন অভিনয় জগত থেকে দূরেই ছিলেন। বার্ধক্যের কারণে সকলের আড়ালে থাকতেন অভিনেত্রী। এককালে যিনি দাপিয়ে বেরিয়েছেন অভিনয় জগত শেষ বয়সে চার দেওয়ালের মধ্যে বন্দী থাকতেন তিনি।

বেশিরভাগ ক্ষেত্রে মুখ্য চরিত্রে অভিনয় না করলেও বিভিন্ন ক্ষেত্রে পার্শ্ব চরিত্রেও অভিনয় করেছেন জয়শ্রী সেন। তিনি অভিনয় করেছেন, ‘কার পাপ’, ‘সবার ওপরে’-তে। ‘চৌরঙ্গী’-তে তাঁর চরিত্রটি ছোট হলেও নজর কেড়েছিল।

তবে শুধুই পর্দায় না, তিনি অভিনয় করেছেন মঞ্চেও। তাঁকে দাপটের সঙ্গে মঞ্চে অভিনয় করতে দেখা গিয়েছে দীর্ঘদিন। তার মধ্যে তিন অধ্যায় নাটকটি অন্যতম। তিনি ‘অনন্যা’ নামক নাটকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। মঞ্চ হোক কি পর্দায়, তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

আরও পড়ুনঃ ২৩ বছরের দাম্পত্যে চিড়! বিবাহ বিচ্ছেদ হচ্ছে সম্রাট-ময়নার?

যদিও বর্তমান প্রজন্মের কাছে তিনি সেভাবে পরিচিত ছিলেন না। বর্ষীয়ান অভিনেত্রী দীর্ঘ সময় ছিলেন পর্দার আড়ালে। তবু অভিনেত্রী জয়শ্রী সেন তাঁর কাজের মাধ্যমে সকলের মনে চিরস্মরণীয় থেকে থাকবেন।