বাংলা টেলিভিশন এবং ওয়েব সিরিজের জগতে অভিনেত্রী ‘শ্রুতি দাস’ (Shruti Das) এবং পরিচালক ‘স্বর্ণেন্দু সমাদ্দার’ (Swarnendu Samaddar), এই দুই নাম আজ এক সুপরিচিত জুটি। ক্যামেরার সামনে ও পেছনের এই দুই শিল্পী নিজেদের পেশাগত পথচলাকে একসঙ্গে বেঁধেছেন ব্যক্তিগত সম্পর্কেও। আজ দম্পতির দ্বিতীয় বিবাহবার্ষিকী (Anniversary)। এই বিশেষ দিনে শ্রুতি সমাজ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে স্বামীর সঙ্গে কাটানো এই পথচলার স্মৃতিকে আরও একবার ছুঁয়ে দেখলেন।
অভিনয়ের পাশাপাশি শ্রুতির সাহসী সিদ্ধান্তের জন্যও তিনি ভক্তদের কাছে আলাদা করে প্রশংসিত। উল্লেখ্য, সর্বশেষ অভিনয় করেছে ‘আমার বস’ ছবি এবং ‘ডাইনি’ সিরিজে, যেখানে একটি ছোট চরিত্রে অভিনয় করেও তিনি সমালোচকদের নজর কাড়েন। অন্যদিকে স্বর্ণেন্দু সমাদ্দার আজ ইন্ডাস্ট্রির অন্যতম সফল পরিচালক। বহু জনপ্রিয় ধারাবাহিক থেকে শুরু করে ওয়েব সিরিজের মাধ্যমে তিনি তাঁর দক্ষতা প্রমাণ করে চলেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন শ্রুতি-স্বর্ণেন্দু। সমাজের প্রচলিত আড়ম্বরকে দূরে সরিয়ে সাদা পোশাক ও রুপোর গয়নায় নিজেকে সাজিয়ে অনন্য এক নজির তৈরি করেন শ্রুতি। সেই বিয়ের ছবি তখন ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে, আর অনেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন অভিনেত্রীর এই সাবলীল আত্মপ্রকাশে।
View this post on Instagram
বিয়ের পর কেটে গিয়েছে ঠিক ৭৩০ দিন। আজ শ্রুতি লেখেন, “যুদ্ধ জয়ের দ্বিতীয় বছর”—এই বাক্যে ধরা পড়েছে তাঁদের জীবনের লড়াই আর ভালোবাসার গভীরতা। বিয়ের সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে কম প্রশ্ন ওঠেনি। বয়সের ফারাক নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়েছিলেন শ্রুতি। কিন্তু সেসব কথাকে পেছনে ফেলে দুজনে হাত ধরেই এগিয়েছেন জীবনের পথে।
আরও পড়ুনঃ “ক্যা’ন্সা’রে ভুগেছি, কিন্তু ডিপ্রে’শনে নয়!”—মিঠু চক্রবর্তীর সাহসী স্বীকারোক্তি! ক্যা’ন্সার ছিল প্রথম ধাক্কা, শরীরে বাসা বেঁধেছিল আরও দু’টি মা’রণরো’গ! ক্যামেরা ছাড়ার কারণ শুধু ক্যা’ন্সার ছিল না, মিঠু জানালেন অজানা সত্য!
কাজের সূত্রেই একসময় কাছাকাছি আসা, প্রেমে পড়া এবং অবশেষে সেই সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে যাওয়া—এই জার্নিতে শ্রুতি ও স্বর্ণেন্দু আজ উদযাপন করছেন তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। শুধুই এক জোড়া তারকা নয়, তাঁরা হয়ে উঠেছেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, ভালোবাসা আর সংগ্রামের এক প্রতীক।