টলিউডের (Tollywood) বোল্ড নায়িকা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee)। তিনি ঠোঁটকাটা বা স্পষ্টবাদী নামেও পরিচিত। নায়িকার প্রতিবাদী সত্তা সম্পর্কে জানেন সকলেই। আর জি কর কাণ্ডের পর ‘রাত দখল’ থেকে আন্দোলন কর্মসূচি সর্বত্রই স্বস্তিকাকে দেখা গিয়েছে সক্রিয় ভাবে। কিন্তু হঠাৎ করেই তিনি যেন উধাও! দ্রোহের কার্নিভাল, অনশন মঞ্চে গেলেন না নায়িকা।
দ্রোহের কার্নিভালে অনুপস্থিত স্বস্তিকাকে কটাক্ষ!
আরজি কর কাণ্ডের উত্তাপ রাজ্যের সর্বত্র। এর মাঝেই উৎসবে ফেরার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুজোর শেষে শুরু হয় কার্নিভালের প্রস্তুতি। এবছর দুর্গাপুজো কার্নিভাল বয়কট করার ডাক উঠেছিল সর্বত্র। সাধারণ মানুষ থেকে টলিউডের পরিচিত মুখ, দ্রোহের কার্নিভালে অংশ নেবেন আগের থেকে ঠিক ছিল।
কিন্তু যে স্বস্তিকা মুখার্জিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে, তিলোত্তমার সুবিচার চেয়ে রাজপথে নামতে দেখা গিয়েছিল সেই স্বস্তিকা যেন দ্রোহের কার্নিভালে কর্পূর! সিনেমা রিলিজ হওয়ার পর থেকেই কার্যত উবে গিয়েছেন তিনি। অভিনেত্রীর অনুপস্থিতি যেন চোখে পড়ছে সকলের।
আরও পড়ুন: ঋতুপর্ণাকে শাঁখ বাজানোর ট্রেনিং দিলেন শ্রীলেখা! এবার জলশঙ্খ ছেড়ে আসল শাঁখ বাজাতে পারবেন, ঋতুপর্ণাকে কটাক্ষ সোশ্যাল মিডিয়ার
এবছর দুর্গাপুজোয় আমরণ অনশনে বসেছেন ডাক্তাররা। সেই অনশন মঞ্চেও একবারের জন্য যাননি স্বস্তিকা! কলকাতার রেড রোডে যেদিন ধুমধাম সহকারে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে রানী রাসমণি রোডে সেদিন জমায়েত হচ্ছেন সাধারণ মানুষ। কোথায় সেখানে স্বস্তিকা? সিনেমা মুক্তি পাওয়ার আগে যিনি ছিলেন সক্রিয়ভাবে? আর তাই অভিনেত্রীকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে, ‘টেক্কা’ মুক্তি পাওয়ার আগে প্রধানত প্রচারের জন্যই আন্দোলনে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। ছবি মুক্তি পেয়ে হিট হয়ে গিয়েছে। তাই এখন আর স্বস্তিকার দেখা মিলছে না। যদিও এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোন উত্তর দেননি অভিনেত্রী।