চলতি বছরের শুরুতেই বিচ্ছেদ ঘিরে ঝড় তুলেছিলেন সমাজ মাধ্যমে! এবার সুদীপের সঙ্গে বিচ্ছেদের একমাস পেরোতেই চরম সিদ্ধান্ত নিলেন পৃথা!

চলতি বছরের শুরুতেই টলিউডের যে তারকা দম্পতি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন তাঁরা হলেন অভিনেতা ‘সুদীপ মুখার্জী’ (Sudip Mukherjee) ও ‘পৃথা চক্রবর্তী’ (Preetha Chakraborty)। তবে এই আলোচনার পেছনে রয়েছে ভালোবাসা নয়, বরং বিবাহ বিচ্ছেদ। প্রসঙ্গত মার্চ মাসের ২৯ তারিখ পাকাপাকি ভাবে আলাদা হয়ে যান দুজনেই। এর আগে অবশ্য তাদের দুজনকে দেখে তেমন কিছু বুঝতে পারেননি কেউই।

বিচ্ছেদে সিলমোহর পড়ার কিছুদিন আগেই পৃথা নিজের সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করে জল্পনা উসকে দেন, আর এর পরেই শুরু হয় বিচ্ছেদ নিয়ে আলোচনা। যদিও সেই সময় সুদীপ এটিকে সম্পূর্ণ একটি মজা করা হয়েছে বলে উড়িয়ে দেন। এমনকি তিনি জানিয়ে দেন যে এই বিষয় তার কিছু জানা নেই। কার্যত এরপর থেকেই শুরু হয় বিচ্ছেদের মত স্পর্শকাতর বিষয় নিয়ে ব্যঙ্গ করার অপরাধে পৃথাকে নিয়ে সমালোচনা।

এর ঠিক দুদিন পর সুদীপ নিজেই স্বীকার করে নেন যে তাদের বিবাহবিচ্ছেদ সত্যিই হচ্ছে। স্ত্রীর কথা ভেবেই তিনি বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনতে চাননি কিন্তু তার মজা বলে ওই পোস্টটিকে উড়িয়ে দেওয়ার ফলে পৃথাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে তাই তিনি নিজেই সবটা স্বীকার করলেন। সমাজ মাধ্যমের স্বামী ও স্ত্রী দুজনে ভিন্ন মতাদর্শ নিয়ে শুরু হয় সমালোচনা।

অবশেষে ২৯ শে মার্চ খবর আসে আদালতের নির্দেশে আইনিভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে তাদের। দুই ছেলের ভবিষ্যতের কথা মাথায় রেখে দুজনে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত দশ বছরের সম্পর্কের পর এই পরিণতি অনেকেই মানতে পারেনি। বিশেষ করে সুদীপের দ্বিতীয় বিয়ে ছিল এটি।

আরও পড়ুনঃ অভিনয় টানে ছেড়েছিলেন চাকরি, কিন্তু এখন আর কেউ অভিনয়ের জন্য ডাকে না, কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার?

আর এবার বিচ্ছেদের এক মাস পেরতে না পেরেতেই পৃথা নিয়ে ফেললেন এক চরম সিদ্ধান্ত। সমাজ মাধ্যমে নিজের নাম পাল্টে পৃথা চক্রবর্তী থেকে সঞ্চারী চক্রবর্তী করেছেন তিনি। এই বিষয়ে বলে রাখা ভালো, পৃথার আসল নাম সঞ্চারী। এই হঠাৎ নাম পরিবর্তনেই হয়তো ইঙ্গিত লুকিয়ে যে অতীতকে পেছনে ফেলে নতুনভাবে নতুন পরিচয় বাঁচতে চাইছেন পৃথা।

You cannot copy content of this page