বর্তমানে, স্টার জলসার ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। অবশেষে ধরা পড়লো সার্থক। সিরিয়ালের গল্পের শুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে, সুধার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তেজ এবং মনে মনে কখন তিনি আসবেন। অন্যদিকে শুধা যখনই সমস্ত প্রমাণ নিয়ে আসতে চাইছিল তখনই সুধার মাথার পেছনে আঘাত করে তুহিনা তাকে আটকে দেয়। এরপরেই তুহিনা ঠিক করেই সুজাকে সে কোনভাবেই বাঁচতে দেবে না, যেভাবেই হোক শুধাকে একেবারে শেষ করে দেবে।
এই সময় সুধা বলে ওঠে, “তুহিনা তুমি কিন্তু ভুল করছ। তুমি ভাবছো সার্থক তোমাকে অনেক ভালোবাসে, তোমায় বিয়ে করবে, পুরোটাই ভুল কথা। ওর স্বার্থে ঘা লাগলে, ও ঠিক কি করতে পারে। ও তোমাকে ছুড়ে ফেলে দিতে দু সেকেন্ড ঠিক সময় নেবে না”। সুধা বারবার করে তুহিনাকে বোঝানোর পরেও তুহিনা বুঝতে নারাজ। অন্যদিকে সুধা আসছে না বলে গভীরভাবে চিন্তা করছে তেজ। এত সবকিছু করেও সবার সামনে তেজকে অভিনয় করে যেতে হচ্ছে।
অন্যদিকে ইমন অনবরত ভেবে চলেছে যে সে এখনও সুধাকে দেখতে পায়নি। এই সময় তেজ ইমনকে বলে ওঠে, “তুমি কিছুই জানো না ওই দেখো সুধা চলে এসেছে। আমরা যখন কোন কথা দিয়েছি তবে সেই কথা রাখার দায়িত্ব আমাদের। আমি যেমন তোমায় বিয়ে করছি তেমন সার্থকও সুধাকে বিয়ে করছে”। এই সময় ইমন সার্থককে বলে সুধার ঘোমটা তুলে দেখার জন্য যে, সেই আসল কিনা? এই সময় সার্থক বলে “আমি শুধাকে অনেকবার দেখেছি একেবারে বিয়ের মন্ডপেই আমি দেখব”। সমস্ত কিছু ঠিকঠাক ডেকে ইমন ঠাকুর মশাই কে বিয়ের তোড়জাড় শুরু করার কথা বলেন।
এরপর শুধু যেই কথাগুলো টেপ রেকর্ডারে বলে গিয়েছিল সেটাই ঘোমটার আড়াল থেকে অশ্মি চালিয়ে দেয়, আসলে ঘুমটার আড়ালে রয়েছে অশ্মি। এর মধ্যেই ঠাম্মিভাবে, “আমি কেন যেখানে রয়েছি কে জানে? এত বড় অনাচার আমার আর দেখতে ইচ্ছা করছে না”। এই সময় আবার ঝিনুক ভাবে, সত্যি কথা দিদি তো এখনো এলো না। আর কতটা সময় নেবে দিদি”।
আরও পড়ুনঃ চেয়েছিলেন শিক্ষিকা হতে কিন্তু ভাগ্য নিয়ে গেলো অভিনয় জগতে! বোর্ড পরীক্ষায় দারুণ ফল করেও অভিনয়ে কেন এলেন তৃণা?
অন্যদিকে আবার অশ্মি ভাবে, “সার্থক চ্যাটার্জি অনেক অন্যায় করেছো তুমি। অনেক খারাপ কাজ করেছ তুমি। প্রত্যেক খারাপ কাজের শাস্তি তুমি এবার পাবে”। সু থাকে আঘাত করায় কিছুতেই উঠে দাঁড়াতে পারছে না। এমন সময় অমলদা এসে সুধাকে বাঁচায়। অন্যদিকে, সুধা নিজের প্রাণ বাঁচিয়ে কোনোরকমে পালিয়ে এসে অফিসারকে ফোন করে এবং তাড়াতাড়ি করে অফিসারের কাছে সবটা বলে দেয় সুধা, যাতে সত্যিটা সামনে আসে। অন্যদিকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ইমন এবং তেজ বিয়ের মন্ডপে বসে যায়। এই সময় তেজ বলে ওঠে “এই মালা আমি কিছুতেই পড়বো না”। শেষ দৃশ্যে দেখা যায় সার্থক অস্মি কি সিঁদুর পড়তে যায় আর এমন সময় চলে এসেছে সুধা এবং তেজ তার হাত ধরে বলে এবার সব অন্যায়ের শাস্তি পাবে তুমি।
খাকি টু সাফল্য পেতেই টলিউড ছেড়ে এবার বলিউডে মনোনিবেশ জিতের! টলিউডে আর পোষাচ্ছে না সুপারস্টারের?