একা লাগে পটকার,এবার অম্বরীশের সঙ্গী খোঁজার দায়িত্ব নিলেন লীনা গাঙ্গুলি!
নাদুসনুদুস চেহারার অম্বরীশ ভট্টাচার্য গান এবং অভিনয়ের মাধ্যমে বেশ মাতিয়ে রাখেন দর্শকদের। এবার অভিনেতাকে দেখা যেতে চলেছে একটি রোমান্টিক চরিত্রে। লীনা গাঙ্গুলির ‘গুড্ডি’তে দেখা যেতে চলেছে তাঁকে। কিছুদিন আগেই অভিনেতা দুঃখ করে বলেছিলেন যে তাঁকে কৌতুক চরিত্র ছাড়া অন্য চরিত্রে নেওয়া হয় না। তবে অন্য কোন চরিত্রের অফার পেলে এক লাফে সেটা লুফে নেবেন তিনি।
অম্বরীশের এই আক্ষেপ কানে গিয়েছে লেখিকা লীনা গাঙ্গুলির। তাই তিনি এবার রোমান্টিক চরিত্রে কাস্ট করতে চলেছেন অম্বরীশকে। আর অভিনয়ের পাশাপাশি তিনি নাকি গানও গাইবেন। লীনার একটাই আক্ষেপ যে অম্বরীশের জন্যে সঙ্গী পাওয়া যাচ্ছে না। কারণ অভিনেতার বিপরীতে অভিনয় করবার জন্য ঠিকঠাক কাস্ট খুঁজে পাচ্ছেন না তিনি।
আসলে দেখতে গেলে অভিনেতা ও লেখিকার মধ্যে সম্পর্কটা বেশ সুন্দর। প্রশংসা করেই চলেন তাঁরা একে অপরের। ২৮ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৬টায় জলসার পর্দায় হাজির হতে চলেছে গুড্ডি। শ্যামৌপ্তি মোদক এই চরিত্রে অভিনয় করছেন।
অম্বরীশ একসময় বলেছিলেন যে লীনাকে দেখলে তিনি অবাক না হয়ে থাকতে পারেন না। অভূতপূর্ব নাকি তিনি। এক হাতে মুম্বাইয়ের প্রোডাকশন তো অন্যহাতে বাংলার মহিলা কমিশন সামলাচ্ছেন। সারা বাংলা ঘুরে বেড়াতে হয়। ফ্রি টাইমের বড্ড অভাব ওঁর। তাও কিভাবে যে সময় বের করে এতগুলো ধারাবাহিকের নজরকাড়া গল্প লিখে বসেন। বোঝাই যায়না। একা হাতে কাঁপিয়ে বেড়াচ্ছেন লীনা।”