ফেব্রুয়ারি যাকে বলা হয় প্রেমের মাস এই চলতি মাসেই আজ মঙ্গলবার অর্থাৎ ২৫ সে ফেব্রুয়ারি বাগদান (Engagement) সেরে ফেললেন সোশ্যাল মিডিয়ার(social media) বর্তমানে অন্যতম জনপ্রিয় জুটি অনন্যা গুহ(Ananya Guha) এবং সুকান্ত কুণ্ডু(Sukanta Kundu) ওরফে ‘লেটস বি কনফিউজড'(Lets be confused)। সোশ্যাল মিডিয়া খুললেই প্রায়শই চোখে পড়ে এই জুটির দুষ্টু মিষ্টি খুনসুটি ও প্রেমের ভিডিও।
একসময় শিশু শিল্পীর হিসাবে অভিনয় করা অনন্যা এখন ‘মিত্তিরবাড়ি’ ধারাবাহিকে খলনায়িকায় ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে সুকান্ত পুরোপুরি চাকরিতে মনোনিবেশ করেছেন ইতিমধ্যেই ভবিষ্যতের চিন্তা করে দুজনের জন্য কিনেছেন একটি ফ্ল্যাট বর্তমানে ওখানেই দুজনে লিভইন এ থাকেন।
অনেকদিন ধরেই নিজেরাই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন এই বাগদান পর্বের কথা জোর কদমে চলছিল প্রস্তুতিও। সেই সমস্ত মুহূর্ত সুকান্ত নিজে অনন্যা এবং অলকানন্দা (অনন্যার দিদি) ভাগ করে নিয়েছেন ভিডিওর মাধ্যমে।
আজ অবশেষে তাদের দুজনের বাগদান সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যে সুকান্ত সকালে কিছু ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তার বাড়ির একদিকে রান্নাবান্না হচ্ছে এবং অন্যদিকে সাজানো চলছে। এই ভিডিওর ক্যাপশনে সুকান্ত লেখে ‘কেমন হয়েছে সাজানো কমেন্টে জানিও’
View this post on Instagram
অন্যদিকে লাল টুকটুকে বেনারসি পড়ে সুকান্তের বাড়িতে আসতে দেখা যায় অনন্যাকে, সেখানে ম্যাচিং পাঞ্জাবি পড়ে রেডি ছিলেন সুকান্ত। এরপর কিছু খুনসুটি ও ফটোশুটের মুহূর্ত তারা ক্যামেরাবন্দি করেছেন। সেখানে অবশ্য গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতেও দেখা গিয়েছে তাদের।
আরও পড়ুনঃ আদর্শ মেয়ে! সারাদিনের হাজারো ব্যস্ততা সামলে মা-বাবার ৪০ তম বিবাহ বার্ষিকী উদযাপন প্রেরণা ভট্টাচার্যের
ইতিমধ্যেই তাদের বাগদান পর্বে হাজির থাকতে দেখা গিয়েছে তাদের অত্যন্ত কাছের বন্ধু সায়ক চক্রবর্তী ও তার মাকে। সায়কের ভিডিওতে দেখা মেলে অলকানন্দা, বন্ধু পল্লবী মুখোপাধ্যায় ও নবনীতা সামন্তর। ক্যাপশনে তিনি লিখেছেন ‘বিয়ে বাড়িতে আমরা।’
View this post on Instagram