পিলু আর রঞ্জা যে দুই বোন এতদিনে তো জেনে গেছেন, সিদ্ধার্থ তাদের একমাত্র ভাই সেটা কি জানতেন?পিলুতে এন্ট্রি নিচ্ছে নাকি সিড?
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই দেখতে দেখতে এক বছর পার করে ফেলল। টানা ৪৪ সপ্তাহ ধরে টিআরপি রেটিংয়ে শীর্ষস্থানে ছিল আমাদের মিঠাই কিন্তু পরবর্তীকালে স্টার জলসার গাঁটছড়া তার থেকে শীর্ষস্থান কেড়ে নেয়।কিন্তু তবুও মিঠাই তার প্রাসঙ্গিকতা ধরে রেখেছে দীর্ঘ এক বছর ধরে তার ভিন্ন ভিন্ন কনটেন্ট নিয়ে।
এবার আসা যাক অন্য একটা প্রসঙ্গে। জি বাংলায় কিছুদিন আগে শুরু হয়েছে পিলু। পুরুলিয়ার এক গ্রামের মেয়ে শহরে এসে গানের জগতে প্রতিষ্ঠিত করবে গুরুজীর হাত ধরে এরকমটাই ছিল গল্প। কিন্তু পরবর্তীকালে জানা যাবে সে আদিত্য নারায়ণ এবং কল্যাণীর মেয়ে।
এবার মিঠাই এর সিদ্ধার্থ মোদকের কথায় আসা যাক। তার বাবা হল সমরেশ মোদক। অন্যদিকে পিলু আর রঞ্জার বাবা হল পন্ডিত আদিত্য নারায়ণ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সকলেই বলছে রঞ্জা এবং পিলুর ভাই হল সিদ্ধার্থ।তবে কি পিলুতে এন্ট্রি নেবে আদৃত?মিঠাইতে জলে ডুবে গেছে বলে এবার পিলুতে আসছে সে?
আসলে তা নয়। কৌশিক চক্রবর্তী সমরেশ মন্ডল এবং পন্ডিত আদিত্য নারায়ণ দুটো ভূমিকাতেই অভিনয় করছেন।সেই জন্যই নেটিজেনরা মজা করে বলছেন যে যেহেতু এই তিনজনের বাবা এক সেইজন্যে এই তিনজনে হলো ভাই বোন। বিষয়টা মজা ছাড়া আর কিছুই নয়।