টেলিপাড়ায় ফের শুরু হয়েছে নতুন গুঞ্জন। বড়পর্দার ‘গোয়েন্দা রাপ্পা রায়’-এর চরিত্রে দেখা যাওয়ার আগেই নাকি ছোটপর্দায় ফিরছেন অর্পণ ঘোষাল? শোনা যাচ্ছে, তাঁর নতুন ধারাবাহিকের নাম ‘প্রেম আমার’, বিপরীতে নায়িকা তিতিক্ষা দাস। আর সেই খবর ঘিরেই সরগরম সোশ্যাল মিডিয়া থেকে টেলিপাড়া—সত্যি কি তবে টেলিভিশনে ফিরছেন ‘মেয়েবেলা’র অর্পণ?
যখন খবরটি নিয়ে অভিনেতার কাছে প্রশ্ন করা হয়, তখন প্রথমেই হাসি তাঁর মুখে। অর্পণ মজা করে বলেন, “নায়িকার নাম, আমার নাম, ধারাবাহিকের নাম—সবই ঠিক। কিন্তু খেয়াল করেছেন? ওই ছবির পিছনে চ্যানেলের কোনও লোগো নেই।” তাঁর বক্তব্য, এটা থেকেই বোঝা যায় খবরটি আসলে ভুয়ো। “সত্যি হলে চ্যানেলের নাম বা লোগো থাকতই,” বলেন তিনি। তবে গুঞ্জন এখানেই থামেনি। বরং প্রশ্ন উঠেছে, বড়পর্দায় যাত্রা শুরু করার মুখে এমন খবর কি আদৌ কাকতালীয়?
এখন অভিনেতা-অভিনেত্রীরা নির্বিঘ্নে দুই পর্দার মধ্যে যাতায়াত করছেন। তবু অর্পণ যেন একটু ভিন্নভাবে ভাবেন। তিনি জানান, “ছোটপর্দায় কাজ করতে আপত্তি নেই, তবে কিছু শর্ত আছে।” অভিনেতার স্পষ্ট কথা, “ছ’মাসের বেশি সময় কোনও ধারাবাহিকে দিতে পারব না। তাতে অন্য প্রজেক্ট করা সম্ভব হবে না।” অর্থাৎ, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ধারাবাহিক শেষ করা যায়, তবেই রাজি অর্পণ।
অর্পণের সঙ্গে একসময়ে বেশ জনপ্রিয় হয়েছিল ‘মেয়েবেলা’-এর জুটি—অর্পণ ও স্বীকৃতি মজুমদার। বর্তমানে প্রযোজক হিসেবেও সফল স্বীকৃতি। তাই টেলিপাড়ায় গুঞ্জন, অর্পণের কামব্যাক হলে বিপরীতে কি স্বীকৃতিই থাকবেন? অভিনেতা হেসে বলেন, “হলে তো দারুণ হয়! কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ কি আমাকে এত স্বাধীনতা দেবে?” তাঁর নিজের ভাষায়, স্বীকৃতি প্রযোজক হওয়ার পরেই তিনি মজা করে বলেছিলেন—নায়িকা যা করবেন, তাঁর নায়ক যেন শুধু তিনিই হন!
আরও পড়ুনঃ “এটা তো পিকু ফ্রম মিশো!” “নকল করেও কোনও প্রোগ্রেস নেই রুক্মিণীর অভিনয়ে!”— বিতর্কে চিরঞ্জিৎ-রুক্মিণীর নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’! দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মুখে বাবা-মেয়ের ‘টম অ্যান্ড জেরি’ সম্পর্ক!
‘মেয়েবেলা’ থেকেই জনপ্রিয়তা পান অর্পণ ঘোষাল। এরপর একের পর এক সফল প্রজেক্ট—‘হস্টেল ডেজ়’, ‘গভীর জলের মাছ’, ‘রাজা রানি রোমিও’, ‘বসন্ত এসে গেছে’। সিনেমাতেও হাতেখড়ি হয়েছে অর্ণ মুখোপাধ্যায়ের ‘অথৈ’-এর মাধ্যমে। পাশাপাশি মঞ্চেও সমান সক্রিয় তিনি। তাই বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। তবে আপাতত অর্পণের স্পষ্ট বক্তব্য—“রাপ্পা রায়”-এর মুক্তির আগেই নতুন কোনও ধারাবাহিকে সই করার প্রশ্নই ওঠে না।শেষ পর্যন্ত সত্যি কি টেলিভিশনে ফিরবেন তিনি, না কি সবই নিছক গুজব—সেই উত্তর মিলবে সময়ের অপেক্ষায়।
দুর্গাপুর ধ’র্ষণ কান্ডে মুখ্যমন্ত্রীর ‘রাত ৮টা’ মন্তব্যে ক্ষোভ টলিপাড়ায়, সোশ্যাল মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ঋদ্ধি-ঋত্বিক-রুদ্রনীলের