Baba Baby O: পাঁচঘন্টায় এক লক্ষর বেশি মানুষ দেখলেন বেবি বাবা ও’র টিজার!ছবি তাহলে হচ্ছে সুপারহিট?

উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা মানেই তো একটা অন্য চমক দেখা যাবে। ঠিক সেরকম টাই হলো বাবা বেবি ও’র টিজার ফেসবুকে রিলিজের পর। সোমবারই মুক্তি পেয়েছে উইন্ডোজ এর নতুন ছবির টিজার আর তাতেই বাজিমাত করে দিয়েছেন যীশু এবং সোলাঙ্কি।

যীশু সেনগুপ্ত এবং সোলাঙ্কি রায় অভিনীত এই ছবিটি যার প্রকাশ্যে আসতেই মানুষের মধ্যে কৌতূহল বেড়ে গেছে। ফেসবুকে 5 ঘন্টায় ইতিমধ্যেই 1 লাখের উপর মানুষ দেখে নিয়েছেন টিজারটি। এই ভিডিওতে দেখা যাচ্ছে গিটার বাজিয়ে গান ধরেছেন যীশু আর পেছনে এসে দাঁড়িয়েছেন সোলাঙ্কি। গানটি হল এই মায়াবী চাঁদের রাতে। এই টিজার মানুষের যে ভালো লেগেছে একথা বোঝাই যাচ্ছে।

প্রথমবার যীশুর সঙ্গে বড় পর্দায় কাজ করছেন সোলাঙ্কি। তার অনুভূতি কেমন জিজ্ঞাসা করা হলে একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি উত্তর দিয়েছেন, “উইন্ডোজের তৈরি বহু ছবি আমার খুব ভাল লাগে। এর আগে টেলিভিশনে কাজ করেছি, ওয়েব সিরিজ করেছি। কিন্তু ছবিতে কাজ করিনি। প্রথম ছবি যিশুদার সঙ্গে। বেশ চাপ লাগছে। আবার ভালও লাগছে।” 2017 সালে উইন্ডোজ এর প্রযোজনায় পোস্ত ছবিতে কাজ করার পর দ্বিতীয়বারে প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বাঁধলেন যীশু।

You cannot copy content of this page