শেষ হলো মহাপীঠ তারাপীঠ! তারামাকে জড়িয়ে ধরে শেষ প্রণাম বামাক্ষ্যাপা সব্যসাচীর
বহুদিন আগেই শুটিং শেষ হয়ে গিয়েছে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকের। গতকাল সম্প্রচারিত হলো তার শেষ পর্ব। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল এটি। তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই ধারাবাহিককে হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় অবাক দর্শকরা। সকলের মনেই এর পেছনের কারণ নিয়ে দ্বন্দ্ব বাসা বেঁধেছে। একটা সময়ে গুঞ্জন শুরু হয়েছে টিআরপির তালিকায় অনেকটা নিচে নেমে গিয়েছে ধারাবাহিক তাই চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারও আগের উঠে যায় যে ধারাবাহিকের সময়সীমা পরিবর্তন করা হবে। কিন্তু হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিক।
মুখ্য চরিত্র অর্থাৎ বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে অভিনেতা সব্যসাচী চৌধুরী নজর কেড়েছেন দর্শকদের। একটা সময় এমন ছিল যখন ভক্তরা তাঁকে সব্যসাচী কম বামদেবই ভেবে নিয়েছিল। গতকাল শেষ পর্ব সম্প্রচারিত হওয়ার পর মন খারাপ দর্শকদের। তবে হঠাৎ করে ধারাবাহিক বন্ধ করে দেওয়ায় অভিনেতার গলায় ভেসে উঠেছে অভিমানের সুর। মাকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করার পাশাপাশি এদিন একটি আবেগঘন পোস্ট করেন সব্যসাচী। লেখেন যে ২০১৫ সাল থেকে তাঁর নিয়মিত স্টুডিওপাড়ায় যাতায়াত। টালিগঞ্জ মোড়ের মাথায় যে তিনি আজ অবধি কতগুলো ধারাবাহিকের হোর্ডিং পাল্টাতে দেখেছেন তা নিজেই গুনে শেষ করতে পারবেন না। এরপর আক্ষেপ করে লেখেন যে সময়ের সাথে হোর্ডিং পাল্টায়, মুখ এক থাকলেও পরিচয় পাল্টায়। পুরনো পোস্টার ছিঁড়ে নামিয়ে নতুন পোস্টার সাঁটা হয়।নারকেল ফাটিয়ে, ক্যামেরা পুজো করে যে কাজ শুরু হয় সময়ের সাথে সবাই সেটাও ভুলেও যায়।
এই ছবিটা তাঁর মনের মণিকোঠায় চিরকাল থাকবে, এমনটাই লেখেন সব্যসাচী। অন্তিম পর্ব দেখে সবাই যেভাবে তাঁকে শুভেচ্ছা জানান তাতে তিনি অভিভূত। সেই সঙ্গে আরও বলেন যে এই ধারাবাহিক পরিচালক শুভেন্দু এবং সৃজন পরিচালক নৈঋতার মানসপুত্র। তাই সব সম্মান তাঁদেরই প্রাপ্য। আর তিনি শুধুই বরাবরের মতো নিমিত্ত মাত্র।