বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা হলেন ‘জন ভট্টাচার্য’ (John Bhattacharya), স্টার জলসার ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ (Bojhena Se Bojhena) -এ ‘হ্যারি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। এই চরিত্রে অভিনয় করে, খুব অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এছাড়াও তিনি– ‘ঠিক যেন লাভ স্টোরি’, ‘নজর’, ‘মিঠাই’, ‘রিমলি’, ‘আলোর ঠিকানা’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
২০২১ সালে দেবের গোলন্দাজ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন জন, এরপর ২০২৪ সালে দেবের খাদানেও অভিনয় করেছেন তিনি। রিমলির ‘উদয়’ আর মিঠাইয়ের ‘ওমি’ চরিত্রের জন্য বিশেষভাবে জনপ্রিয়তা রয়েছে তার। কিন্তু এদিন এমন একটা কান্ড ঘটিয়ে ফেললেন যে সমাজ মাধ্যম থেকে শুরু করে অনুরাগীরা, সবাই ছি ছি করছে একেবারে! কি এমন করলেন অভিনেতা?
গত ৮ তারিখ যখন ভারত-পাক সীমান্তে অশান্তি চরমে ওঠে, ঘাত-প্রত্যাঘাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়! কাশ্মীরে হিন্দুদের হ’ত্যার জবাবে ভারতের সার্জিকাল স্ট্রাইক ‘অপরেশন সিঁদুর’, যা নিয়ে সবাই বেশ উত্তেজিত কিন্তু এই উত্তেজনার বসেই জন করে বসলেন নিজের ছবি পোস্ট, টাও আবার হ্যাশট্যাগ অপরেশন সিঁদুর লিখে! এর এই নিয়েই শুরু হয়ে সমালোচনা, উঠেছে কটাক্ষের ঝড়।
সমাজ মাধ্যমে এই ছবি পোস্ট হতেই, কেউ কেউ বলেছেন, “এ আবার কেমন ক্যাবলামো?” আবার কেউ বলেছেন, “জন হয়তো নিজের দেশপ্রেম প্রকাশ করতে চেয়েছিলেন। তাই অপারেশন সিঁদুর লিখে হ্যাশট্যাগ ঝুলিয়ে ফেললেন নিজের হিরোগিরি ভরা ছবির নিচে।” আবার কেউ বলেছেন, “এখানে অপারেশন স্মার্টনেস ঘাটতি লিখলে ভালো করতেন।” কেউ তো সরাসরি কটাক্ষ করে বলেছেন, “ভাই, সেনার দেশ রক্ষা করতে অপারেশন আর আপনার ইনস্টাগ্রামের ‘মুড’ এক নয়।”
আরও পড়ুনঃ সবার সামনে অনন্যার বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করল নতুন! একই বাড়িতে থেকে হাঁড়ি আলাদা করতে চাইলো বর্ষা! কী হতে চলেছে কমলিনী-স্বতন্ত্রর জীবনে?
সব মিলিয়ে জন এখন কটাক্ষের সাগরে ভাসছেন। হয়তো সত্যিই নিতান্ত দেশ প্রেম দেখতে গিয়েই এই বিপত্তি, কিম্বা না বুঝেই করে ফেলা ভুল! কিন্তু একজন জনপ্রিয় মানুষকে সব সময় সচেতন থাকতে হয় নিজের গতিবিধি নিয়ে। যাকে দেখে বাকিরা শিখবে, সেই যদি জেনে শুনে এমন কণ্ড ঘটিয়ে ফেলে, তাহলে প্রশ্ন উঠতে বাধ্য। আপনাদের কাছে প্রশ্ন একটাই — দুই দেশের পরিস্থিতি যখন এতোটাই জটিল, তখন এইরূপ নিজের মহিমা প্রকাশ করা কি সাজে?