টলিউডের অন্যতম পরিচিত মুখ ‘সুদীপ মুখোপাধ্যায়’ (Sudip Mukherjee)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও নিজের ছাপ রেখেছেন তিনি। অভিনয় জগতে তাঁর সফরের মতোই ব্যক্তিগত জীবনও নানা চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে বহুবার। দ্বিতীয় স্ত্রী ‘পৃথা চক্রবর্তী’ (Pritha Chakraborty)র সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই স্পষ্ট ও সহজ ছিল, যা সমাজ মাধ্যমে তাঁদের একসঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার মধ্যেও প্রতিফলিত হত।
তাঁদের দুই সন্তানও ছিল এই দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে সম্প্রতি সেই সুসম্পর্কের ছায়ায় খানিকটা ভাঁজ পড়েছে বলেই মনে করছেন অনেকেই। গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন চলছিল, সুদীপ-পৃথার সম্পর্ক নাকি আর আগের মতো নেই। যদিও এই বিষয়ে এতদিন দু’জনের কেউই মুখ খোলেননি। তবে আচমকাই পৃথা চক্রবর্তী তাঁর সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করে জানান, “আমি আর সুদীপ আইনি বিচ্ছেদে গিয়েছি।
আমরা আর একসঙ্গে নেই, তবে সারাজীবন বন্ধু থাকব।” তাঁর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই হতবাক অনুরাগীরা। এই ঘটনার পর সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁর প্রতিক্রিয়া ছিল খানিকটা আশ্চর্যকর। তিনি জানান, “বিন্দু বিসর্গ বুঝতে পারছি না, পৃথা এটা কী করছে! কিছুই জানি না।” সুদীপের এই বক্তব্যে সম্পর্কের ভিতরে থাকা দ্বন্দ্ব ও দূরত্ব যেন আরও স্পষ্ট হয়ে ওঠে।
যদিও তিনি এটাও জানান, সমস্যা তো প্রত্যেক সম্পর্কেই থাকে, তাঁদের জীবনেও তা রয়েছে। তবে দুই সন্তানকে নিয়েই তাঁরা এখনও একই ছাদের তলায় থাকেন। দীর্ঘদিনের সম্পর্ক, একসঙ্গে থাকা, সন্তানদের বড় করে তোলা—সবকিছুকে পিছনে ফেলে এই সম্পর্কের এমন পরিণতির কথা হয়তো কেউই ভাবেননি। অতীতে সুদীপ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “প্রথম থেকেই আমাদের বন্ধুত্বটা খুব গাঢ় ছিল। সম্পর্কটা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে।”
সেই বন্ধন ভাঙলেও, সম্পর্কের প্রতি তাঁদের শ্রদ্ধা ও পরিণতির পরেও বন্ধুত্ব টিকিয়ে রাখার ইচ্ছা, তাঁদের পরিণত মানসিকতাকেই সামনে আনে। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে—এ কি শুধুই দূরত্ব না কি এর পিছনে রয়েছে আরও গভীর কোনও কারণ? যদিও সুদীপ বা পৃথা কেউই স্পষ্ট করে আর কিছু বলেননি। তবে তাঁদের জীবনের এই অধ্যায় যে অনেকের মনেই রয়ে যাবে বহু প্রশ্ন, তাতে সন্দেহ নেই।
আরও পড়ুনঃ মমতাশঙ্কর শাড়ির আঁচল গায়ে জড়িয়ে থাকতে ভালবাসেন, আপনার ভাল না লাগলে নগ্ন হয়ে হাঁটুন! কে নিষেধ করেছে? নেটিজেনকে কটাক্ষ কাঞ্চন পত্নীর!
বর্তমান সুদীপ স্টার জলসায় চিরসখা ধারাবাহিকে স্বতন্ত্র নামক এক চরিত্রে অভিনয় করছেন। এতদিন নেতিবাচক চরিত্রে কাজ করার পর হঠাৎ এই চরিত্র দর্শক তথা তাবড় শিল্পীদের কাছ থেকেও প্রশংসিত হয়েছে। টেলিভিশনের পর্দায় যে মানুষগুলো হাসি-আনন্দ ছড়িয়ে দেন, তাঁদের ব্যক্তিগত জীবনও যে কতটা জটিল হতে পারে, তারই এক নিদর্শন যেন সুদীপ-পৃথার এই অধ্যায়।