“আমি তো চাই কাজে ফিরতে”, “ফোন আসে, ছবি চায়, কিন্তু কাজ দেয় না”— সফল অভিনেত্রী হয়েও নেই কাজ! সংসারের টানাপোড়েন, কাজের অভাব! হতাশাগ্রস্ত অভিনেত্রী অবন্তী দত্ত!

ছোট পর্দার বেশ সুপরিচিত নাম তিনি, বেশিরভাগ সময় দেখা গেছে নায়কের মা অথবা নায়িকার মায়ের চরিত্রে। নেতিবাচক চরিত্রেও তিনি দক্ষ। তিনি হলেন অভিনেত্রী ‘অবন্তী দত্ত’ (Abanti Dutta), এক সময়ে ব্যাংকে চাকরি করতেন, মূলত অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে সে চাকরি ছেড়ে দেন তিনি। ‘মিলন তিথি’, ‘মৌচাক’, ‘রাধা’, ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ (Diamond Didi Zindabad) এর মতন প্রচুর ধারাবাহিকে কাজ করেছেন তিনি। কিন্তু সম্প্রতি আর তাঁকে দেখা যায় না পর্দায়।

এটি কি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে কোনও বড় কারণ? এদিন এক সাক্ষাতকারে তিনি জানান, “আমি কখনোই বলিনি কাজ করবো না, বরং কাজ ছাড়া আমি ভালো থাকি না।” অভিনেত্রীর কণ্ঠে ছিল অনেকদিনের জমা আক্ষেপ আর খারাপ লাগা। তিনি আরও বলেছেন, “একটা সময়ের পর কি হলো জানি যা, কিন্তু আর কেউ ডেকে না। ফোন করে বলে আমি ফাঁকা আছি কিনা তারপর ছবি চায় কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে আর কিছুই জানায় না।”

অবন্তীর কথায় স্পষ্ট যে এই মুহুর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা দুঃসময় চলছে, যেখানে তাঁর বয়সী প্রায় সকল অভিনেতা অভিনেত্রীরাই কাজ পাচ্ছেন না দীর্ঘদিন। অভিনেত্রী বলেন, বর্তমানে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে পর্যাপ্ত আয়ের সংস্থা না থাকলে খুব অসুবিধায় পড়তে হয়। সংসারের দুটো মানুষ অন্তত ঠিকঠাক আয় না করলে সংসার চালানোর দায় হয়ে যায়।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে খারাপ লাগা অবশ্যই আছে কিন্তু তিনি জানান, বিনোদন জগৎ মানেই অনিশ্চয়তার জায়গা। সেখানে নামিদামি ডিরেক্টররাও সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন কাজ হচ্ছে না। অবন্তী বলেন, “অনেকদিন ধরেই কাজ করছি আমরা, ফলে রিমিউনারেশন একটু বৃদ্ধি পেয়েছে। হয়তো আজকাল যারা কাজ করছেন তারা অনেকটা কম পারিশ্রমিক নেন।

আরও পড়ুনঃ টলিপাড়ায় ফের অশান্তি, বন্ধ হয়ে গেল শুটিং! অনির্বাণ ভট্টাচার্যকে বয়কট টেকনিশিয়ানদের! এবার কি আইনি পথে পরিচালকরা?

অভিনেত্রী বলেন, ডায়মন্ড দিদি শেষ হওয়ার পর তিনি সকল পরিচিত প্রোডাকশন হাউসে যোগাযোগ করেছিলেন কাজের জন্য, কিন্তু কারোর থেকেই উত্তর আসেনি। তিনি বলেন সমাজ মাধ্যম থেকে বাস্তব জীবনে প্রায়শই মানুষ তাঁকে আবার নতুন চরিত্রে দেখতে চান। মনে কাজ করার অদম্য ইচ্ছে থাকলেও বর্তমানে সংসার ধর্মেই নিজেকে ব্যস্ত রেখেছেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কাজে ফেরাতে চাইলেই ফিরব কিন্তু সেটাই পাচ্ছিনা।