‘দিদি নম্বর ওয়ান’ এবার রূপোলি পর্দায়! দীর্ঘ বিরতি কাটিয়ে ফের বড়পর্দায় ফিরছেন রচনা বন্দ্যোপাধ্যায়?

রূপোলি পর্দায় একসময় দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী ‘রচনা বন্দ্যোপাধ্যায়’ (Rachana Banerjee) । বাংলার পাশাপাশি ওড়িয়া, তামিল, তেলুগু ও হিন্দি সিনেমাতেও দেখা গেছে তাঁকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বড় পর্দা থেকে একটু একটু করে সরে আসেন তিনি। এখন ছোট পর্দায় ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No. 1) -এর সঞ্চালিকা হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন। টেলিভিশন শো, নিজের ব্যবসা এবং রাজনৈতিক দায়িত্ব সামলানোয় তিনি এখন ব্যস্ত।

তবে এত কিছুর মাঝেও এক প্রশ্ন ঘুরেফিরে আসছে— আবার কি বড় পর্দায় ফিরছেন রচনা? এদিকে, ব্যক্তিগত ব্যস্ততার বাইরে রচনা বর্তমানে হুগলির বিভিন্ন উন্নয়নমূলক কাজেও সক্রিয় ভূমিকা নিচ্ছেন। সম্প্রতি তিনি পোলবায় একটি রক্তদান শিবিরে (Blood Donation Camp) অংশ নিয়েছিলেন। সেখানেই তিনি জানান, নিজের জেলায় যত অনুষ্ঠান হয়, তিনি চেষ্টা করেন সব জায়গায় পৌঁছানোর।

Rachana Banerjee, Loksabha 2024, Didi No. 1, Zee Bangla, রচনা ব্যানার্জী, দিদি নম্বর ১, জি বাংলা

মানুষের সঙ্গে থাকার ইচ্ছেই তাঁকে সামাজিক এবং রাজনৈতিক কাজের দিকে বেশি টেনে নিয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালে ‘দিদি নম্বর ওয়ান’-এর বিশেষ পর্বে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখন থেকেই রচনার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা ছড়ায়। শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হয়, এবং তিনি হুগলি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করেন।

আরও পড়ুনঃ দলের দুঃসময়ে নেই! ভালো সময়ে নিজেদের কাজ গুছিয়ে নেওয়া নিয়ে সৌমিতৃষাকে কটাক্ষ অভিনেতা ভিভান চক্রবর্তী!

তবে রাজনৈতিক জীবনের শুরু থেকেই একাধিক মন্তব্যের জন্য বিতর্কেও জড়িয়েছেন রচনা। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তাঁর সিনেমায় ফেরার প্রসঙ্গ ওঠে। অভিনেত্রী জানান, আপাতত বড় পর্দায় ফেরার পরিকল্পনা নেই। তিনি বলেন, “এখনই কিছু ভাবিনি। ভবিষ্যতে কী হবে বলা কঠিন, তবে এই মুহূর্তে সময় একদমই নেই।” অর্থাৎ তাঁর কথায় স্পষ্ট,এখনই অভিনয়ে ফেরার কোনও সম্ভাবনা নেই, তবে ভবিষ্যতে কিছু ঘটতে পারে।

এখন তিনি টেলিভিশন শো এবং রাজনৈতিক দায়িত্ব সামলাতেই ব্যস্ত। তাই বড় পর্দায় কামব্যাকের সম্ভাবনা এখনই নেই। তবে অনুরাগীরা এখনও আশায় বুক বেঁধে আছেন, কবে আবার রূপোলি পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় ‘দিদি নম্বর ওয়ান’-কে। হয়তো সঠিক সময় এলেই বড় পর্দায় ফিরে আসবেন রচনা বন্দ্যোপাধ্যায়, আর সেই দিনটির অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।