আবারও দুঃসংবাদ টলিপাড়ায়! প্রয়াত বাংলা ধারাবাহিকের প্রিয় মুখ বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়! গভীর শোকের ছায়া বাংলা বিনোদন জগতে!

বাংলা বিনোদন জগতে ফের একবার নেমে এল শোকের ছায়া! প্রয়াত (Died) হলেন বর্ষীয়ান অভিনেতা ‘হরিদাস চট্টোপাধ্যায়’ (Haridas Chatterjee)। বাংলা ইন্ডাস্ট্রিতে সকলের কাছে তিনি ‘মিঠু দা’ নামেই পরিচিত ছিলেন। বহু দশক ধরে তিনি রূপালী পর্দা ও টেলিভিশনের বিভিন্ন চরিত্রে অসামান্য অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। এদিন চুপিচুপি এক বর্ণময় অধ্যায়ের ইতি টানলেন হরিদাস চট্টোপাধ্যায়।

দীর্ঘ অভিনয় জীবনে তিনি এসভিএফ-এর একাধিক ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন। পরে সাহানা দত্তর প্রযোজনায় তৈরি হওয়া অনেক ধারাবাহিকেও তাঁর নিয়মিত উপস্থিতি ছিল তাঁর। স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে তিনি সইয়ের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। ‘পঞ্চমী’ ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল স্বয়ং নীলকণ্ঠের ভূমিকায়। সম্প্রতি ‘চিনি’ ধারাবাহিকেও দাদুর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

একাধিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটে গেছেন তিনি। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রির বহু শিল্পী ও কলাকুশলী। বিশেষ করে যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁদের কাছে এই ক্ষতি অপূরণীয়। তাঁদের মধ্যে বিশেষ করে অভিনেত্রী ‘শ্রুতি দাস’ একজন। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে শ্রুতির দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন হরিদাস চট্টোপাধ্যায়। তাঁর এই আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন শ্রুতি।

শ্রুতি বলেন, “দিদিভাই ডাকটা খুব মিস করব”—এই একটি কথাই যেন হাজারো শব্দের সমান। জানা গিয়েছে, গত ৩০শে এপ্রিল সন্ধ্যা নাগাদ আচমকাই শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। পরিবারের কাছ থেকে জানা গেছে, কিছুদিন যাবত বয়সজনিত নানান শারীরিক সমস্যায় তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। শেষ পর্যন্ত আর সামাল দেওয়া গেল না, কলকাতার কালিকাপুরের ভাড়া বাড়িতেই চিরনিদ্রা নিলেন অভিনেতা।

প্রয়াণ কলে বয়স হয়েছিল ৮২ বছর। এমন একজন অভিজ্ঞ অভিনেতার বিদায় বাংলা বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। পর্দায় তার চরিত্র যেমনই হোক না কেন, পর্দার বাইরে তাঁর মিশুক স্বভাব, সহানুভূতিশীল ব্যবহার আজও অনেকের মনে গেঁথে আছে। সহকর্মীদের কাছে তিনি ছিলেন এক শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব, নতুন প্রজন্মের কাছে এক প্রেরণার নাম।

আরও পড়ুনঃ অভিনয় ছাড়ছেন গুড্ডি ওরফে শ্যামৌপ্তি মুদলি! যোগ দিচ্ছেন অন্য পেশায়! কি হতে চলেছে তার নতুন পরিচয়?

এমন একজন মানুষের চলে যাওয়া শুধুই একজন অভিনেতার প্রয়াণ নয়, একটা যুগের অবসান। হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে সহ কর্মীদের শোক দেখে আরও একবার বোঝা গেল, ভালোবাসার মানুষদের হারানোর বেদনাই সবচেয়ে গভীর। বাংলা বিনোদন জগত হারাল এক নির্ভরযোগ্য সৈনিককে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করে রইল আমাদের তরফ থেকে।

You cannot copy content of this page