টলিউডের এক সময়ের প্রথম সারির অন্যতম অভিনেত্রী ‘দেবশ্রী রায়’ (Debasree Roy) শুধু অভিনয় নয়, মানুষের সচেতনতার জায়গাতেও দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন। ইদানীং পর্দায় তাঁকে কম দেখা গেলেও, সম্প্রতি ওটিটিতে ‘কেমেস্ট্রি মাসি’ রূপে তিনি আবার দর্শকদের মন জয় করেছেন। তবে তাঁর আসল পরিচয়ের একটি বড় অংশ লুকিয়ে আছে অবলা প্রাণীদের জন্য নিঃশব্দে করা কাজের মধ্যেই। ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’-এর মাধ্যমে তিনি বহু বছর ধরে পথকুকুর ও আহত প্রাণীদের নিয়ে কাজ করছেন। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় যে বিতর্কের আগুন ছড়িয়েছে দেশজুড়ে, সেখানেই সবচেয়ে শক্ত অবস্থান নিয়েছেন অভিনেত্রী।
কলকাতার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো এক মুহূর্তেই যেন নতুন করে আলোচনায় উঠে এসেছে। পথকুকুরদের সরিয়ে দেওয়া বা আটকে রাখার কথায় ক্ষোভ প্রকাশ করে দেবশ্রী রায় প্রশ্ন তোলেন মানবিকতার জায়গা থেকেই। তাঁর স্পষ্ট ভাষায় প্রতিবাদ, “যদি একজন রে’প করে, তাহলে কি সব মানুষকে তোলা হবে? একটা কুকুর কী করল বলে, সব কুকুরকে তুলে নেওয়া হবে। সব মানুষই রে’প করবে, তাহলে তাদেরকেও তুলে নাও!” অভিনেত্রীর মতে, যে কোনও প্রাণীকে এক জায়গায় বন্ধ করে দেওয়ার অধিকার মানুষের নেই।
তাঁর যুক্তি, প্রকৃতি একসঙ্গে সব প্রাণীকে নিয়েই টিকে থাকে আর মানুষ নিজের সুবিধার জন্য সেই ভারসাম্য নষ্ট করছে। প্রাণী হ’ত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে দেবশ্রী রায় আরও বলেন, “আমরা প্রকৃতিকে নষ্ট করতে পারি না, তাঁর পশু-পাখিদেরও মা’রতে পারি না। এমনকি আমরা মানুষও মা’রতে পারি না। কিন্তু বর্তমানে এগুলোই করছি আমরা, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলছি। প্রত্যেকের জেগে ওঠা উচিত, প্রতিবাদ করা উচিত এগুলোর বিরুদ্ধে।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট যে, বিষয়টি শুধু পশুপ্রেম নয় বরং তিনি প্রকৃতির সামগ্রিক কাঠামো নিয়েই উদ্বিগ্ন।
শুধু পরিবেশ বা আইন নয়, দেবশ্রী রায় এদিন আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন আমাদের সংস্কৃতির নিয়েও। তিনি মনে করিয়ে দিয়েছেন, “আমাদের সনাতন ধর্মের যেসব দেব-দেবীরা আছেন, তাদের বাহন কারা? যখন তারা ঐশ্বরিক অস্তিত্বের অধিকারী আমরা কে হই মানুষরা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার?” ধর্মীয় ব্যাখ্যা দিয়েই যেন তিনি বোঝাতে চেয়েছেন যে, প্রাণীদের প্রতি সহমর্মিতা ভারতীয় সংস্কৃতির গভীরে থাকা মূল্যবোধ। এই মূল্যবোধই আজ বিপন্ন হয়ে পড়ছে মানুষের স্বার্থপর সিদ্ধান্তে!
আরও পড়ুনঃ জবর খবর! ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে বাদ পড়েছেন জিতু! নতুন আর্য হিসেবে আসছেন রণজয় বিষ্ণু? দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে
তিনি আরও জানিয়েছেন, “কাল ভৈরবের কাছে প্রার্থনা করছি যেন, পরবর্তী রায়টা একটু মানুষের মতো করে নেওয়া হয়। কারণ যে পথে আমরা হাঁটছি, সেটা ধ্বংসের পথ। পৃথিবীটা যখন সবার, শুধুমাত্র মানুষ থাকবে আর কেউ থাকবে না এটা অন্যায্য দাবি!” তাঁর পুরো বক্তব্যেই একটা জরুরি বার্তা যে, ‘পৃথিবী শুধু মানুষের নয়’। আর মানুষ নিজের আধিপত্য দেখাতে গিয়ে যদি প্রতিটি জীবকে সরিয়ে দিতে থাকে, তবে সেই পথ শেষ পর্যন্ত মানুষেরই ক্ষতি ডেকে আনবে। দেবশ্রী রায়ের কথায় তাই প্রতিবাদের পাশাপাশি উঠে এসেছে দায়িত্ববোধের আহ্বান।






