টলিউডে এমন কিছু শিল্পী আছেন, যাঁরা শুধু অভিনয়ের জন্য নয়, নিজেদের চিন্তা ও মত প্রকাশের সাহসের জন্যও আলাদা জায়গা করে নিয়েছেন। ‘দেবলীনা দত্ত’ (Debolina Dutta) তাঁদের মধ্যেই একজন উজ্জ্বল নাম। তিনি কখনোই নিজেকে শুধু পর্দার চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। সমাজ, রাজনীতি কিংবা ইন্ডাস্ট্রির— সব ক্ষেত্রেই নিজের স্পষ্ট মত প্রকাশ করেছেন। অনেক সময় তাঁর এই স্পষ্টবাদিতা তাঁকে বিতর্কের মুখেও ফেলেছে, কিন্তু সমালোচনার ভয় তাঁকে দমাতে পারেনি!
একসময় রাজনৈতিক মত প্রকাশের কারণে কাজের সুযোগও কমে গিয়েছিল। কিন্তু তবু তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি। তাঁর কাছে মত প্রকাশের স্বাধীনতা ছিল শিল্পীর মৌলিক অধিকার, আর সেই বিশ্বাস নিয়েই তিনি এগিয়েছেন। আজও তিনি নিজের ভাবনা বলতে পিছপা হন না, তা সে কারও পছন্দ হোক বা না হোক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে জানতে চাওয়া হয় যে তাঁর আসল পদবী কি ‘দত্ত’ না ‘দত’?
অভিনেত্রী উত্তরে বলেন, তার নাম আসলে ‘দেবলীনা দত’ (Debleena Dutt)। যেটা নাকি ক্রমবিন্যাস হয়ে ‘দত্ত’তে পরিণত হয়েছে। অভিনেত্রী আরও যোগ করলেন, “আমাদের পরিবারের ইতিহাস রয়েছে অন্যরকম। আমাদের এই পদবীটা আসলে পাওয়া। আমার দাদু এই পদবিটা ব্যবহার করতেন, আমি তার কাছেই শুনেছিলাম যে অনেক অনেক বছর আগে আমাদের পরিবারে ইতিহাসে একটা পাঞ্জাবীর ছোঁয়া রয়েছে।
মানে পাঞ্জাবি টাচ্ রয়েছে, যেখান থেকে এই পদবীটা এসেছে। আমি এখন অব্দি জানি আমি বাঙালি, তবে আমার পাঞ্জাবীদের খুব পছন্দ। ওদের একটা আলাদাই স্বতঃস্ফূর্ততা আছে!” অভিনেত্রী এই ভিডিও প্রকাশ্যে আসার পর সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ বলেছেন, “এখনো পর্যন্ত কারো টাচ না পেয়ে সম্পূর্ণ টাইটেল ব্যবহার করা আমি। ইচ্ছা হলেই নিজের সবকিছু চেঞ্জ করা যায় কি?”
আরও পড়ুনঃ “এখনও আমার পরিচয় দিতে গিয়ে সকলে বলেন, ‘স্বনামধন্য অভিনেত্রী!’ ৪০ বছর পরেও কেউ আমার পরিচালনার কথা সে ভাবে উল্লেখ করেন না!” ৮০ বছরে এসে আক্ষেপ অপর্ণা সেনের
একজন বলেছেন, “পাঞ্জাবীর ছোঁয়া পেয়ে একটা’ ত ‘কমিয়ে দিয়েছে, কয়েকদিন আবার কারুর ছোঁয়া পেয়ে ‘দেবু দত’ হয়ে যাবে!” অন্যজন বলেছেন, “ডিএনএ প্রব্লেম আছে নাকি ‘এখনো জানি আমি বাঙালি’ মানে?” একজন আবার কটাক্ষ করেছেন, “ইনি মনে হয় উৎপল দত্ত, রজতাভ দত্ত নাম শোনেন নি। নিজেকে খুব স্মার্ট ভাবা মানুষ, নিজের পরিচয় ঠিক করে দিতে পারে না (এখনো পর্যন্ত মনে হয় বাঙালি), মানে উনি ঠিক কি উনি নিজেও জানেন না!”a







চরিত্র থেকে চেহারা নেটপাড়ায় ব্যক্তিগত আক্র’মণে জেরবার অভিনেত্রী কমলিকা ব্যানার্জি! পার্বতী চরিত্রে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, অকপট অভিনেত্রী! তবেই কি পরিবর্তন হল চরিত্রের?