“দাদা একটু দেখবেন…আমাকে একটা কাজ দেবেন?”— ২৪ বছরের অভিজ্ঞতার পরেও, টলিউডে অবহেলার শিকার জনপ্রিয় অভিনেতা সুরজিৎ সেন! কাজ পেতে এখনও হাত পাততে হচ্ছে তাঁকে!

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেতা ‘সুরজিৎ সেন’কে (Surajit Sen) দর্শকরা মূলত খলনায়কের (Villain) চরিত্রেই দেখতে অভ্যস্ত। একের পর এক ধারাবাহিকে নেতিবাচক হলেও, তাঁর অভিনয় দক্ষতায় চরিত্রগুলো দর্শকদের মনে গেঁথে যায় সরাসরি। চিনতে পারছেন না? স্টার জলসার ‘খেলাঘর’ ধারাবাহিক মনে আছে? সেখানেই বস্তির গু’ণ্ডা ‘ববিন’ চরিত্রে তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়েছিল যে, বহু দর্শক এখনও তাঁকে সেই চরিত্রের নামেই চেনে। তবে তাঁর অভিনয়ের শুরুটা একেবারেই অন্যরকম হওয়ার কথা ছিল!

অভিনেতা নয়, ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন সুরজিৎ। অল ইন্ডিয়া মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু জীবন তাঁকে অন্য পথে টেনে নিয়ে পর্দার সামনে ফেলল। বিনোদন জগতে টিকে থাকা যে সহজ নয়, সেই বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন তিনি। সুরজিতের কথায়, “এত বছরের অভিনয় জীবন এবং অভিজ্ঞতার পরেও বলতে হয়– দাদা একটু দেখবেন, আমায় একটা কাজ দেবেন?” ইন্ডাস্ট্রির আরও তিক্ত অভিজ্ঞতা তাঁর কথার মধ্যেই প্রকাশ পেয়েছে।

প্রসঙ্গত, ২৪ বছর ধরে কাজ করেও তিনি মনে করেন যে টলিউড ইন্ডাস্ট্রিতে যোগ্যতা অনুযায়ী সম্মান অনেক সময় মেলে না। অন্যদিকে, বলিউডে অভিনেতাদের প্রতি যে শ্রদ্ধা আর মর্যাদা দেখানো হয়, তা বাংলায় খুব একটা দেখা যায় না। তাঁর ভাষায়, “বলিউডে শিল্পীদের একরকম পুজো করা হয়, যেটা টলিপাড়ায় হয় না।” উল্লেখ্য, একসময় সুরজিৎ মুম্বইতেও কাজ করেছেন। বছর তিনেক সেখানে থাকার পর তিনি টের পান, দুই ইন্ডাস্ট্রির পার্থক্যটা আকাশ-পাতাল! তাই আজ তিনি খোলাখুলিই স্বীকার করেন, বাংলার ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢুকে পড়েছে।

এমন অবস্থা যে, আজ নতুন মুখরাও একবার পরিচিতি পেয়ে গেলে নিজেদের ‘শাহরুখ খান’ ভেবে বসে। নিজের অবস্থান নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ না থাকলেও, তিনি বললেন, “তেলবাজিটা আমি ঠিক করতে পারিনা, বলেই কাজ জোটে না।” এই সোজাসাপটা মনোভাবের কারণেই হয়তো আজও তিনি নিজের মতো করে কাজ করে যাচ্ছেন, কারও কাছে মাথা নত না করে। তাঁর মতে, এখন টলিউডে যাঁরা নায়ক-নায়িকা নন, তারাই প্রকৃত অর্থে প্রভাব বিস্তার করছেন।

আরও পড়ুনঃ “সাতটা ধারাবাহিকে কাজ করে বুঝেছি…খারাপ লাগছে, কিন্তু এটাই শেষ না!”— পুজোর পরই টিআরপিতে ধস, কী বললেন ‘পরশুরাম আজকের নায়ক’-এর নায়িকা তৃণা?

“যারা নায়ক-নায়িকা নয়, তারাই তো এখন ইন্ডাস্ট্রির মহানায়ক-মহানায়িকা,” মন্তব্য করেন সুরজিৎ। তাঁদের কাছে এত অর্থ আর প্রভাব রয়েছে যে, নিজেরাই ছবি তৈরি করতে পারছেন। যদিও এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি আজও অভিনয়কে ভালোবাসেন আগের মতোই। ডাক্তার না হতে পারলেও, মানুষের জীবনে প্রভাব ফেলার কাজ তিনি করেন অন্যভাবে, অভিনয়ের মাধ্যমে। তাঁর অভিনয় দর্শকের মনে যে ছাপ ফেলেছে, সেটার প্রমাণ তাঁর প্রতিটি চরিত্রই, সেটা হিরো হোক বা ভিলেন।