এপ্রিলের এইদিনেই বিয়ে! রুক্মিণীর সঙ্গে বিয়ের দিনক্ষণ নিজেই ঘোষণা করলেন দেব

টলিউডে শোরগোল। বিয়ে করতে চলেছেন সুপারস্টার দেব। বিয়ে করছেন তার দীর্ঘদিনের প্রেমিকা রুক্মিণী মৈত্রকে। কিন্তু কবে? বিয়ের দিনক্ষণ নিজেই জানিয়ে দিলেন দেব। এই এপ্রিলেই নাকি চার হাত এক হতে চলেছে। শনিবার দক্ষিণ কলকাতার একটি শপিংমলে এই সাংসদ তারকা ঘোষণা করেছেন ২৯ এপ্রিল তিনি বিয়ে করছেন বান্ধবীকে।

কিন্তু ওই দিনই দেবের আগামী ছবি কিশমিশের মুক্তি। যাতে কেউ এতদিন জোর করেও ছাতনাতলায় নিয়ে যেতে পারছিল না তিনি স্বেচ্ছায় সিনেমার মুক্তির দিনই বিয়ে করছেন। বিষয়টি কেমন অদ্ভুত না?

কিশমিশ সিনেমার পরিচালনা করেছেন রাহুল মুখোপাধ্যায়। অভিনেতা দেবের এই বিশাল ঘোষণার সাক্ষী ছিলেন রুক্মিণী নিজেও।

Bengali movie

আসলে ওইদিন শপিংমলে সবাই দেবকে ঘুরিয়ে-ফিরিয়ে একটাই প্রশ্ন করছিলেন যে দেব-দেবীর বিয়ের খবর কী? উত্তর দেব নিজেই বললেন যে নতুন ছবির মুক্তির দিনেই নতুন জীবনে পা রাখবেন তিনি। পাশে বসে মুচকি হেসে ফেললেন রুক্মিণী মৈত্র।

এদিকে বিষয়টি চাউর হয়ে গিয়েছে সর্বত্র। সবাই এখন অপেক্ষা করছে ২৯ এপ্রিলের। আদৌ কি বিয়ে করতে চলেছেন দেব আর রুক্মিণী?

You cannot copy content of this page