“দেব টলিউড ইন্ডাস্ট্রির শাহরুখ খান…ওকে অভিনয় শেখাতে হয় না!” টলিউডের মেগাস্টারকে ‘কিং খান’ আখ্যা পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের! কেন তাঁকে নিয়ে ছবি করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ?

সাংবাদিকতা থেকে শুরু, ধীরে ধীরে পরিচালনায় প্রবেশ করেন ‘রাম কমল মুখোপাধ্যায়’ (Ram Kamal Mukherjee)। প্রথম বাংলা ছবিতেই তিনি চলচ্চিত্র জগতে এক আলাদা ছাপ রেখেছেন। এই ছবিতে তাঁর অনন্য দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা সহজেই লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই দেশ-বিদেশ সর্বত্র প্রশংসিত হয়েছে তাঁর, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ছবির মাধ্যমে তিনি কেবল গল্প বলার ক্ষমতা নয়, চরিত্র নির্মাণ এবং মানবিক আবেগ ফুটিয়ে তোলার দক্ষতাও প্রমাণ করেছেন বারবার। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর আরও একটি বাংলা ছবি ‘লক্ষীকান্তপুর লোকাল’।

সেখানে ট্রেনকে প্রতীকী হিসেবে তুলে ধরে, সমাজে বিভিন্ন স্তরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে, বক্সঅফিসে কেমন জাদু দেখাতে পারেনি এটি। পরবর্তীতে পরিচালকের হাতে রয়েছে আরও বেশ কিছু ব্যতিক্রমী গল্প। তার মধ্যে একটি হিন্দি ছবিও রয়েছে, যেটির নাম তিনি এই মুহূর্তে প্রকাশ করতে চাইছেন না। তবে বিনোদিনীর সাফল্যের পর আবারও অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে তিনি ঐতিহাসিক চরিত্রটি ছবি ‘দ্রৌপদী’ বানাতে চলেছেন।

সম্প্রতি এক আলাপচারিতায় তিনি মেগাস্টার তথা রুক্মিণীর ভালোবাসার মানুষ দেবের (Dev) প্রসঙ্গে অকপটে জানিয়েছেন তাঁর ভাবনা। তিনি প্রথমেই বলেন, “আমি হয়তো সেই একা পরিচালক যে দেবকে নায়ক হিসেবে চাননি। তবে, অবশ্যই দেবকে নিয়ে তো পরিকল্পনা রয়েছেই। এবার দেব যদি নিজের থেকে কিছু না বলে, তাহলে আমিই বা কীকরে এগাবো। আপাতত ২০২৬ পর্যন্ত দেবের সময় নেই, আমারও কিছুটা তাই। দেখা যাক, তারপর কী হয়!” এই কথাগুলো থেকেই যেন স্পষ্ট, তিনি দেবের সাথে কাজ করতে চাইছেন কিন্তু সময় এবং প্রাসঙ্গিকতা বিবেচনায় চিন্তাশীল।

তার কথায় বারবার উঠে এসেছে দেবের প্রতিভা আর টলিউড কিভাবে সেটাকে ব্যবহার করতে ব্যার্থ হয়েছে। পরিচালকের ভাষায়, “দেবের আরও অনেকে কিছু দেখানোর আছে, কিন্তু টলিউড সেটা বের করে আনতে পারছে না। বাণিজ্যিক ছবিই ওকে দেব বানিয়েছে ঠিকই, কিন্তু বুনোহাঁস, জুলফিকার বা টনিকের মতো ছবিতে ওর আসল অভিনয়টা আমি দেখেছি। হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ ব্যতিক্রমী ছবি করতে গিয়ে একই ধরার গল্প বললে হবে না, একটু ভাবনার বিষয় এটা। আমার জন্য সত্যিই এটা খুব চ্যালেঞ্জিং হবে, দেবকে নিয়ে এরম কোনও ছবি বানানো।

আরও পড়ুনঃ “ও আমাকে মা নয়, দিদি বলে চিনত” সঞ্চালিকা লাজবন্তী রায় এবং অভিনেত্রী অঙ্গনার সাফল্যের আড়ালে এক অন্যরকম মা-মেয়ের গল্প! দুজনেই নিজ জায়গায় প্রতিষ্ঠিত, তবে ব্যক্তিগত স্তরে সম্পর্কটা কেমন?

দেবকে আমায় অভিনয় শেখাতে হবে না তাই বলে, সেই ধৃষ্টতা আমার নেই। মেগাস্টার দেবকে অভিনয় শেখাবো কথাটা যেন, শাহরুখ খানকে অভিনয় শেখাবো বল মতো। নিঃসন্দেহে দেব টলিউড ইন্ডাস্ট্রির কিং খান! আমার জন্য চ্যালেঞ্জিং হবে, তাঁকে আমার গল্পে গড়ে নেওয়া।” তিনি গল্প বলতে চান, মানবিক আবেগ ফুটিয়ে তুলতে চান এবং অভিনেতাদের প্রকৃত প্রতিভা সামনে আনার চেষ্টাই প্রধান। ভবিষ্যতের বহু গল্প রয়েছে তাঁর হাতে, যার মধ্যে দেবের মতো নায়ককেও অভিনয়ের নতুন রূপে দেখা যাবে। বিনোদিনীর মতো সাফল্যের পর, দর্শকরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন তার পরবর্তী সৃষ্টির জন্য।

You cannot copy content of this page