বাংলা সিনেমায় করোনা পরবর্তী যুগে দেব অধিকারীর হাত ধরে এসেছে জোয়ার। টনিক দিয়ে সিনেমাহলমুখী হলো বাঙালি দর্শক। আগের বছর পুজোর সময় মুক্তি পেয়েছিল ‘গোলন্দাজ’। তারপরে বছরের শেষের দিকে ক্রিসমাসের সময় মুক্তি পায় টনিক। এবার কিশমিশ মুক্তির অপেক্ষায় রয়েছে। আর এর মধ্যেই আবার নতুন কাজে লেগে পড়েছেন নায়ক।
কিশমিশের ফার্স্ট লুক এসেছে প্রকাশ্যে। আর তার মধ্যে থেকে কলেজ পড়ুয়ার লুক একেবারে চমকে দিয়েছে দর্শকদের। কিছুদিন আগেই মোটাসোটা লুকে নজর কেড়েছেন তিনি গোলন্দাজ সিনেমায়। কিন্তু হঠাৎ করে কীভাবে এতটা ওজন কমালেন তিনি সেটা ভেবেই অবাক হলেন সবাই। কলেজ বয় দেবের গোল গোল চশমা, কোঁকড়ানো চুল, আর মিষ্টি হাসি ইতিমধ্যেই অবাক করে দিয়েছে দর্শকদের। দেবকে নাকি জানানো হয়েছিল কলেজ পড়ুয়ার চরিত্রের জন্য একটি ২৩ ২৪ বছরের ছেলেকে কাস্ট করবেন তিনি। তাই অন্য চরিত্রে কাজ করতেন তিনি। তার জন্যে ধীরে ধীরে ওজন কমানোর কথা বলা হয়েছিলো তাঁকে। কিন্তু মাত্র দেড় মাসের মধ্যেই সকলকে অবাক করে দরকারের চেয়ে বেশি ওজন কমিয়ে ফেলেন দেব। গোলন্দাজের পর মাত্র কয়েকমাসের মধ্যে ১১০ কেজি থেকে ৪০ কেজি কমিয়েছেন তিনি। শ্যুটিং এর সময় দেবকে নাকি সেরকম কিছু খেয়ে দেখা যেত না৷ খেলেও সেদ্ধ খাবারই খেতেন তিনি।
চল্লিশ কেজি ওজন কমানোর পর বাকি অন্য চরিত্রের প্রয়োজনে আরও ৫ কেজি বাড়াতেও হয় দেবকে। এতে অবাক হয়েছেন পরিচালক রাহুল। আগামী ২৯ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে কিশমিশ। সেখানেই আবার দেবের জাদু কী কামাল দেখাবে সেটাই দেখার।
View this post on Instagram