নতুন বছরের শুরু মানেই একাধিক ছবির ঘোষণা আর তাই নিয়ে টলিপাড়ায় নানান জল্পনা, প্রত্যাশা। সেই আবহেই আবার চর্চায় উঠে এল দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটি! একসময় যাঁদের নাম মানেই ছিল বক্স অফিসের ভরসা, সেই জুটিকে বহু বছর পর ফের একসঙ্গে দেখার আশা নতুন করে মাথা তুলেছে। গত বছর ‘ধুমকেতু’ মুক্তির সময় যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তার রেশ এখনও অনেকের মনে রয়ে গেছে। দীর্ঘ বিরতির পর তাঁদের এক ফ্রেমে ফেরার সম্ভাবনা শুনেই ভক্তদের মধ্যে একটা আলাদা উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এই গল্পের পেছনে আছে দীর্ঘ অপেক্ষা আর অনেক না বলা কথা। প্রসঙ্গত, ২০১৫ সালে শ্যুটিং শেষ হলেও নানা জটিলতায় ‘ধুমকেতু’ মুক্তি পেতে প্রায় এক দশক সময় লেগে যায়। সেই ফাঁকে বদলে গেছে সময়, বদলে গেছে সম্পর্কের সমীকরণও। ব্যক্তিগত দূরত্ব ও ভুল বোঝাবুঝি মিলিয়ে দেব আর শুভশ্রীকে একসঙ্গে আর কোনও ছবিতে দেখা যায়নি। তাই ‘ধুমকেতু’র প্রচারের সময় তাঁদের একসঙ্গে দেখা, সামাজিক মাধ্যমে একে অপরকে ফলো করা কিংবা মন্দিরে পুজো দিতে যাওয়ার মুহূর্তগুলো অনেকের কাছেই যেন পুরনো দিনের ঝলক ছিল।
তবে সেই স্বপ্ন বেশিদিন টেকেনি। ছবি মুক্তি পেতেই একের পর এক বিতর্ক, মন্তব্য আর পাল্টা প্রতিক্রিয়ায় পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে! সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু কথাবার্তা দেব-শুভশ্রীর ভক্তদের মাঝেও বিভাজন তৈরি করে। দু’পক্ষের সমর্থকেরা একে অপরের বিরুদ্ধে কটাক্ষে মেতে ওঠেন আর যার প্রভাব পড়ে ইন্ডাস্ট্রির পরিবেশেও। ফলে ‘দেশু’ জুটির কামব্যাক নিয়ে যে আশা তৈরি হয়েছিল, তা অনেকেই মন থেকে মুছে ফেলেছিলেন।
কিন্তু সময় সব কিছু বদলায়! সাম্প্রতিক বেশ কিছু অনুষ্ঠানে আবার মুখোমুখি হলেন দেব ও শুভশ্রী। তার মধ্যে কিছুদিন আগেই পরমব্রত চট্টপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে দুজনকে একসঙ্গে দেখা যায় স্বাভাবিকভাবে কথা বলতে। সেদিনের ছবি এবং ভিডিওগুলিতে, দুজনের হাসিতে কোনও অস্বস্তি চোখে পড়েনি। আর এই ছোট্ট মুহূর্তই নতুন করে নানা প্রশ্নের জন্ম দেয়। সব বিতর্ক কি তবে শেষ? আবার এক হচ্ছে, একটা প্রজন্মের আবেগ, ‘দেশু’ জুটি?
আরও পড়ুনঃ “বুড়ো বয়সে ভীমরতি…নির্লজ্জতা সীমা ছাড়িয়ে গেছে, কচি বউকে নিয়ে আদিখ্যেতা!” বর্ষশেষের আনন্দই কাল হল, শ্রীময়ীকে কোলে তুলতে গিয়ে বিদ্রুপের মুখে কাঞ্চন! নববর্ষে ফের আলোচনায় কাঞ্চন-শ্রীময়ী!
এই আবহেই ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে বড় খবর! নতুন বছর শুরু হতেই গুঞ্জন, ২০২৬-এর দুর্গাপুজোয় আবার পর্দায় ফিরতে পারে দেব-শুভশ্রী জুটি! এই সম্ভাবনাই এখন সর্বত্র আলোচনার কেন্দ্রে। যদিও ছবির নাম, মুক্তির নির্দিষ্ট তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা, কিছুই এখনও সামনে আসেনি। সবটাই আপাতত জল্পনার স্তরেই রয়েছে। তবু এতদিন পর ‘দেশু’ ভক্তদের মনে ফের যে আশার আলো জ্বলে উঠেছে, সেটাই আপাতত টলিপাড়ার নতুন বছরের সবচেয়ে বড় উপহার।






