বেশ কয়েক বছর ধরেই নানান কারণে প্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। কখনও তাঁদের মেয়ে কৃষভিকে ঘিরে খারাপ মন্তব্য, কখনও আবার বয়সের ফারাক বা বিয়ে এবং বিচ্ছে নিয়ে কটাক্ষ, তাঁদের জীবনে সমালোচনার অভাব ছিল না। তবে, প্রয়োজনে আইনি বা প্রকাশ্য প্রতিবাদ করতেও পিছপা হননি তাঁরা! তাই সমালোচনা নতুন কিছু নয়, বরং এই দম্পতির জীবনের এক নিয়মিত অনুষঙ্গ হয়ে উঠেছে বলেই মনে করেন অনেকে।
এদিকে, বর্ষশেষের রাতে তারকাদের ব্যক্তিগত উদযাপন নিয়ে আগ্রহ বেড়ে যায় ভক্তদের। কেউ বিদেশে পাড়ি দেন, কেউ আবার নাইট ক্লাবে রাত কাটান তো অনেকেই পরিবারের সঙ্গে স্বাগত জানার নতুন বছরকে। সেই তালিকায় কাঞ্চন-শ্রীময়ীর নামও ছিল। নিজেদের মতো করেই তাঁরা বছর শেষ করেছেন আর নববর্ষের আগের মুহূর্তে শ্রীময়ী একটি ভিডিও পোস্ট করেন সমাজ মাধ্যমে। সেখানে দেখা যায়, গানের তালে নাচ থেকে কখনও আদুরে স্পর্শ! স্বামী-স্ত্রীর স্বাভাবিক ঘনিষ্ঠতার কিছু মুহূর্তই ধরা পড়েছে ক্যামেরায়।
তবে, ভিডিওর পাশাপাশি কিছু ছবি ঘিরেই মূলত নতুন বছরের শুরুতে বিতর্ক দানা বেঁধেছে! কোনও ছবিতে কাঞ্চনকে স্ত্রীকে কোলে তোলার চেষ্টা করতে দেখা যায়, আবার কোথাও শ্রীময়ীকে স্বামীকে চুমু খেতে দেখা যায়। এই মুহূর্তগুলো তাঁদের কাছে নিছক ব্যক্তিগত আনন্দের প্রকাশ হলেও, সমাজ মাধ্যমে ছবি ছড়াতেই শুরু হয় সমালোচনা। অনেকেই শুভেচ্ছা জানালেও, সমানতালে আসে তীব্র বিদ্রুপ আর কটাক্ষ! বিশেষ করে কোলে তোলার ছবিটি নিয়ে কিছু মন্তব্য ছিল বেশ কড়া।
কালো রঙের শর্ট ড্রেস পরা শ্রীময়ীকে, অনেক কষ্ট করে কোলে তোলার চেষ্টা করছেন কাঞ্চন। এটা দেখেই কেউ লিখেছেন, “শ্রীময়ীর একটা থাইয়ের যা ওজন, কাঞ্চনের ফুল বডি ওজনের সমান! বউ কোলে উঠলে তো চাপা পরে যাবে!” আবার আরও একজনের কটাক্ষ, “বুড়ো বয়সে ভীমরতি! নিলজ্জতা সীমা ছাড়িয়ে গেছে, কচি বউকে নিয়ে আদিখ্যেতা!” এমন মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিতর্ককে যেন আরও উসকে দেয়। সমালোচনার সুর আরও তীব্র হয় যখন কেউ লেখেন, “এরা কি সভ্যতা শালীনতা সব ভুলে গেল?
আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই এ কী কান্ড! লালবাজারে টলিপাড়ার ঐক্যবদ্ধ প্রতিবাদ, পুলিশের দ্বারস্থ যীশু, পরম, আবীর, শিবপ্রসাদরা
এই ইন্ডাস্ট্রিতে দেখছি বহু মানুষ নিজের আত্মসম্মান বজায় রাখতে পারে না। অথচ আগেকার দিনের বিখ্যাত অভিনেতারা ভাবতেই পারত না নিজেদের এতটা নীচে নামিয়ে ফেলবে।” এই সব প্রতিক্রিয়াই যেন দেখিয়ে দিচ্ছে, তারকাদের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে এলেই তা কত সহজে বিচার আর বিতর্কের বিষয় হয়ে ওঠে। নতুন বছরের শুরুতে কাঞ্চন-শ্রীময়ীর ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে তাই তাঁদের সম্পর্ক নয় বরং সেই সম্পর্ককে ঘিরে সমাজ মাধ্যমের প্রতিক্রিয়াই!






