“১৪ বছর আগেও চুপ ছিলাম, সব সহ্য করেছি”— শুভশ্রীর বিস্ফোরক মন্তব্যে ফের তোলপাড় টলিউড! কোন অতীত ঘটনার ইঙ্গিত দিলেন অভিনেত্রী? পালটা জবাবে দেব কি বললেন ?

টলিউডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক যেমন দর্শকের আগ্রহের কেন্দ্র, তেমনি তাদের পেশাগত ওঠাপড়াও। দেব এবং শুভশ্রী একসময়কার জনপ্রিয় জুটি, যাদের কেমিস্ট্রি দর্শককে মুগ্ধ করেছিল। দীর্ঘ বিরতির পর ফের তারা একসঙ্গে বড় পর্দায় ফিরলেন। প্রচারে ঝলমলে উপস্থিতি, নস্ট্যালজিয়ার ঢেউ, আর দর্শকের প্রত্যাশা— সবকিছু মিলিয়ে যেন নতুন করে জন্ম নিয়েছিল ‘দেশু’ জুটি। কিন্তু সিনেমা মুক্তির পরেই শুরু হল নতুন সমীকরণ, যা ফের একবার আলোচনায় নিয়ে এল তাঁদের সম্পর্ককে।

অনেকেই মনে করছেন, এই পরিস্থিতির পেছনে লুকিয়ে আছে বহু পুরনো ক্ষোভ। শুভশ্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন— “১৪ বছর আগেও আমি চুপ ছিলাম, সব সহ্য করেছি।” এই মন্তব্য থেকেই যেন পুরনো অভিমান মাথা চাড়া দিয়ে উঠেছে। একসময় দেবের সঙ্গে নাম জড়ানো শুভশ্রী আজ একেবারেই স্পষ্ট করে জানাচ্ছেন নিজের অবস্থান। আর তার জবাবে দেবও নীরব থাকেননি। সংবাদমাধ্যমের সামনে এসে তিনি পালটা দেন, ইঙ্গিত দেন ‘এক বনবাস’ কাটিয়ে আবার একসঙ্গে কাজ করলেও পুরনো কিছু অভিমান থেকে গিয়েছে।

এই টানাপোড়েনের মাঝেই চলতে থাকে ‘ধূমকেতু’র প্রচার ও মুক্তি। সিনেমাটি যেন শুরু থেকেই বিতর্ককে আঁকড়ে বেঁচে আছে। প্রথম ঘোষণা হওয়ার পর থেকে প্রায় দশ বছর ধরে নানা সমস্যার জেরে থমকে ছিল মুক্তি। অবশেষে বড়সড় আয়োজন করে দর্শকের সামনে আসে ছবিটি। দেব-শুভশ্রীর ঝলমলে উপস্থিতি ও পুরনো দিনের স্মৃতি ভক্তদের টেনে নিয়েছিল হলে। প্রচারের সময় যেন আবারও মিলল সেই আগের আবেগ।

তবে সিনেমার পর্দা নামতেই বাস্তবতা সামনে আসে। দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ ফের আলোচনায় চলে আসে। একদিকে শুভশ্রীর ক্ষোভের বহিঃপ্রকাশ, অন্যদিকে দেবের পালটা মন্তব্য— সব মিলিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও বক্স অফিসে ভাল ব্যবসা করছে ‘ধূমকেতু’। ইতিমধ্যেই ছবিটি ২৫ কোটির দোরগোড়ায় পৌঁছেছে, যা নিঃসন্দেহে টলিউডের জন্য বড় সাফল্য।

আরও পড়ুনঃ কৈলাস খেরের দেশাত্মবোধক নতুন গানে কণ্ঠ দিলেন অমিত শাহ-রাজনাথ সিং! সেনাদের বীরত্বে শ্রদ্ধাঞ্জলি দুই কেন্দ্রীয় মন্ত্রীর, নেটদুনিয়ায় ভাইরাল মিউজিক ভিডিও!

দর্শকের কাছে তাই দ্বিমুখী ছবি ফুটে উঠছে— একদিকে পর্দায় জমজমাট কেমিস্ট্রি, অন্যদিকে বাস্তবে দূরত্ব আর বাকবিতণ্ডা। তবুও দেব-শুভশ্রীর নাম জড়িয়ে থাকা মানেই আলাদা কৌতূহল। জন্মলগ্ন থেকেই যে ছবি বিতর্কে ঘেরা, সেই ‘ধূমকেতু’ শেষ পর্যন্তও বিতর্ককে সঙ্গী করেই এগোচ্ছে। আর দেশু ভক্তরা এখনও অপেক্ষায়, ভবিষ্যতে ফের কি এক হবে এই জুটি, নাকি পর্দার বাইরে অভিমানের প্রাচীরই থেকে যাবে অটুট?