ছবি তুললেও ভক্তদের কাছে দেবের আর্জি পোস্ট না করার! কেন?

টলিউডে দেব অধিকারী নামটি আলাদা করে বিশ্লেষণের দরকার হয় না। একাধিক সিনেমা করে তিনি সুনাম অর্জন করে ফেলেছেন। সম্প্রতি টনিক সিনেমা মুক্তি পাওয়ার পর তার সাফল্য উপভোগ করছিলেন নায়ক। করোনার কারণে হওয়া রাজ্যে বিধি-নিষেধের পর এই সিনেমার মাধ্যমেই আবার জনতা সিনেমাহলমুখী হয় যার কৃতিত্ব অনেকেই দেবের অভিনয়কে দিয়েছেন।

তবে এর মধ্যেও শান্তিতে নেই দেব। গরু-পাচার কাণ্ডে নিজাম প্যালেস জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হয়েছে তাঁকে সিবিআই দফতরে। নায়কের এই বিষয়টি সোশ্যাল-মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। পাশাপাশি রীতিমতো এই ঘটনায় বিরক্ত হয়ে গিয়েছে নায়কের ভক্তরা। তবে এ বিষয়ে তিনি সাধারণ মানুষকে ফটো তোলা এবং সেটা পোস্ট করা থেকে বিরত থাকতে বলেননি। নায়ক সেই অনুরোধ করেছেন একেবারে অন্য কারণে। এই মুহূর্তে তাঁর পরবর্তী সিনেমার শুটিং চলছে কলকাতার রাস্তায়। তাই এই কয়েকদি

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

ন যারা তাঁদের শুটের ছবি তুলেছে তাদের ছবি পোস্ট করতে মানা করছেন নায়ক। কারণ তাহলে নাকি ছবি নিয়ে তাঁদের যে উদ্দেশ্য আছে তা ব্যর্থ হয়ে যাবে।

সিনেমা মুক্তি পাওয়ার আগে সেই ছবি পোস্ট করার অনুমতি পাবে সাধারণ মানুষ। তাই এই ব্যাপারে নায়ক সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা আশা করেছেন। আগামী সিনেমা কাছের মানুষ- এর শুটিং চলছে। এই ছবিতে একসঙ্গে কাজ করছেন বাংলা চলচ্চিত্র জগতের দুই মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। শেষ ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে এই জুটিকে দেখা গিয়েছিল পর্দায়। তাই স্বাভাবিকভাবেই আসন্ন এই সিনেমা নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)