সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত জনপ্ৰিয় এই অভিনেত্রী! গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে

জরায়ুর ক্যান্সারে আক্রান্ত টিভি ধারাবাহিকের (TV Serial) জনপ্রিয় অভিনেত্রী। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ‘কলস’, ‘হিটলার দিদি’, ‘দেবোঁ কে দেব মহাদেব’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী।

২০২৩-এ জরায়ুর সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী ডলি সোহি (Dolly Sohi)। অনুরাগীদের নিজের সমাজ মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন,’প্রার্থনার শক্তি অলৌকিকতার চেয়ে কম নয়।’ অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে অনুরাগীদের উদ্দেশ্যে প্রণামের ইমোজিও পোস্ট করেছিলেন ডলি।

ডলির ভক্তরা কমেন্ট বক্সে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। কেউ কেউ লিখেছিলেন, ‘আমরা প্রার্থনা করছি। আপনাকে অনেক ভালবাসা। ঈশ্বর আপনাকে শক্তি দিন’। অধিকাংশ ভক্তই ডলিকে মনে মনে সাহস জুগিয়েছিলেন। অভিনেত্রীর কথায় ভালোবাসা আর প্রার্থনা ঈশ্বরের কাছে ওয়্যারলেস কানেকশনের মতো।

অভিনেত্রীর টিম সমাজ মাধ্যমে জানিয়েছেন, শুক্রবার শ্বাস সমস্যা হচ্ছিল ডলির। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। চিকিৎসকরা বলেছেন দিনকয়েক দিনের মধ্যে বাড়ি ফিরবে ডলি। অভিনেত্রীর সঙ্গে তাঁর মা-ও রয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যে ডলির কেমোথেরাপি শেষ হয়েছে। এখন চলছে রেডিয়েশন।

Actress Who Suffered Cervical Cancer

প্রসঙ্গত, কয়েকদিন আগে অভিনেত্রী নিজে জানিয়েছিলেন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে নানা শারীরিক সমস্যার দেখা দিচ্ছে তার। শেষ অভিনেত্রীর দেখা মিলেছিল হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ। এই ধারাবাহিকে সৃষ্টি মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার জন্য মাঝ পথে ধারাবাহিকের কাজ ছাড়তে বাধ্য হয় অভিনেত্রী।