এবার আর গান নয়, এবার অভিনয়ের মঞ্চে পা রাখতে চলেছেন ইমন চক্রবর্তী! কোথায় দেখা যাবে শিল্পীকে?

সংগীত জগতের জনপ্রিয় নাম ইমন চক্রবর্তী (Iman Chakraborty), যিনি তাঁর অসাধারণ কণ্ঠের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। রবীন্দ্রসংগীত থেকে আধুনিক বাংলা গান—সব ক্ষেত্রেই তিনি নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তবে এবার শুধু গানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছেন না ইমন। এবার তিনি পা রাখতে চলেছেন অভিনয়ের মঞ্চে, আর সেটাও এক অভিনব উপস্থাপনার মাধ্যমে।

কোনও সিনেমা বা টেলিভিশন নয়, বরং সরাসরি মঞ্চে অভিনয় করতে চলেছেন তিনি। আগামী ২২ ও ২৩ মার্চ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে অপেরা-ধাঁচের এক বিশেষ প্রযোজনা ‘তোমাকে দেখব বলে’ (Tomake Dekhbo Bole), যেখানে দর্শকরা ইমনকে এক নতুন রূপে দেখতে পাবেন। শুধু অভিনয়ই নয়, তাঁর সুরেলা কণ্ঠেও মুগ্ধ হতে পারবেন উপস্থিত দর্শকরা।

সংগীতের পাশাপাশি অভিনয়ের মাধ্যমেও তিনি এবার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে প্রস্তুত। এই ব্যতিক্রমী প্রযোজনার মূল পরিকল্পনা করেছেন ইমনের স্বামী, বিশিষ্ট সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)। ইমন জানান, “অনেকদিন ধরেই কিছু ভিন্নধর্মী করার ইচ্ছে ছিল। একবার বিদেশে ‘দ্য ফ্যান্টম অফ দ্য অপেরা’ দেখার পরেই আমাদের মনে হল, বাংলা ভাষাতেও এমন কিছু করা যায়। সেই ভাবনাই এবার বাস্তবায়িত হচ্ছে।”

এই বিশেষ মিউজিক্যাল অপেরায় মূলত চার বন্ধুর সম্পর্কের কাহিনি তুলে ধরা হবে, যেখানে ইমন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এই শো-এর সংগীত ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছে ইমন সঙ্গীত একাডেমি ও তাঁর নিজস্ব ব্যান্ড ‘টুগেদারনেস’ (Togetherness)। বিশেষ এই মঞ্চে ইমন ছাড়াও থাকবেন তাঁর ব্যান্ডের অন্যান্য মিউজিশিয়ানরা এবং একাডেমির ছাত্র-ছাত্রীরা। পুরো অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন নীলাঞ্জন ঘোষ নিজেই।

আরও পড়ুনঃ সৃজিতের হাত ধরে এবার বড় পর্দায় দিব্যজ্যোতি! শ্রীচৈতন্যদেবের বায়োপিকে দেখা যাবে ‘অনুরাগের ছোঁয়া’র সূর্যকে

সংগীত মহলের বিশিষ্ট কলাকুশলী থেকে শুরু করে অভিনয় জগতের বন্ধু-বান্ধবেরা সকলেই ইমনকে সাধুবাদ জানিয়েছেনএই উদ্যোগের জন্য। ইমন চক্রবর্তীর অনুরাগীরা তাঁকে এই নতুন রূপে দেখতে কতটা আগ্রহী, তা বলার অপেক্ষা রাখে না। সংগীতের মতো অভিনয়েও কি তিনি সবাইকে চমকে দিতে পারবেন? উত্তর মিলবে নজরুল মঞ্চের এই দুই রাতেই!

You cannot copy content of this page