হোটেলে ছদ্মবেশে এসে রাহুলের কুকীর্তির কথা নিজের কানে শুনবে ঋদ্ধি! অন্যদিকে দ্যুতির দায়িত্ব নিল সে, জমে উঠেছে গাঁটছড়া

ঋদ্ধিমান এবং খড়ির যুগলবন্দী দেখতে সাধারণ মানুষ বেশ পছন্দ করছেন। তাইতো টিআরপি রেটিং তালিকায় শীর্ষস্থানে থাকছে গাঁটছড়া।গৌরব চ্যাটার্জী রাগী বিজনেসম্যান এর ভূমিকায় অভিনয় এবং খড়ির প্রতিবাদী সত্তা এই সিরিয়ালকে এক অন্য মাত্রা দিয়েছে।

এখন সিরিয়ালে চলছে টানটান উত্তেজনা। দ্যুতিকে হাজির করে খড়ি রাহুল আর বিনীতার এনগেজমেন্টটা ভেস্তে দিয়েছে। এখন তাকে রাহুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে যে সে কত মেয়ের এরকম সর্বনাশ করে বেরিয়েছে। কারণ সে ঋদ্ধি কে কথা দিয়েছিল যে সে রাহুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেই ছাড়বে।

আজকের এপিসোডে দেখা যাবে টানটান উত্তেজনা। শ্রুতির সঙ্গে খড়ি যাবে সেই হোটেলে যেখানে রাহুল সমস্ত মেয়েদেরকে নিয়ে গিয়ে অসভ্যতা করে। সেখানে ড্রাইভার সে যে নিজের কানে সমস্ত কিছু শোনার জন্য উপস্থিত থাকবেন ঋদ্ধিমান নিজে। নিজের কানে সমস্ত টা শুনে বিশ্বাস করতে পারবেনা ঋদ্ধিমান।

অন্যদিকে খড়ির দিদি দ্যুতির অন্তঃ’সত্ত্বা অবস্থার দায়িত্ব নিতে চলেছে ঋদ্ধিমান। সে পাড়া-প্রতিবেশীদের সামনে স্পষ্ট জানিয়ে দেয় যে দ্যুতি যার সন্তানের মা হতে চলেছে তার সঙ্গেই ওর বিয়ে দেওয়া হবে আর তার দায়িত্ব ঋদ্ধি মানের।

You cannot copy content of this page