খড়ির হাতে জোর করে মেহেন্দি দিয়ে নিজের নাম লেখাল ঋদ্ধি!তবে দ্যুতির সত্যি জেনে কী করবে ঋদ্ধি-খড়ি?

বর্তমানে টিআরপি রেটিংয়ে শীর্ষস্থানে রয়েছে স্টার জলসার সিরিয়াল গাঁটছড়া‌। সন্ধ্যে সাতটার প্রাইম স্লটে হওয়া এই সিরিয়াল বর্তমানে ভীষণ জনপ্রিয় কারণ এই সিরিয়ালের টানটান উত্তেজনাভরা স্ক্রিপ্ট।

ঋদ্ধিমান ধীরে ধীরে খড়ির প্রতি নরম হচ্ছে তবে খড়ি মনে হয় পড়তে চলেছে বড়োসড়ো বিপদে। নিজের ফেক প্রেগনেন্সি রিপোর্ট তৈরি করবে দ্যুতি সঞ্জয় কে দিয়ে সিংহ রায় বাড়িতে দেখানোর জন্য। আর এই কথা জানতে পেরে যাবে খড়ি। তার তখন মাথায় ঢুকবে না যে কী করতে হবে কারণ তাকে ঋদ্ধিমান বলেই দিয়েছে যে সে খড়ি এবং দ্যুতির ওপর বিশ্বাস করে নিজের ভাইকে এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য জোর করেছে। তাকে যেন পরে পস্তাতে না হয় তাহলে ঋদ্ধিমান সিংহ রায় এর চেয়ে খারাপ কেউ হবেনা।

অন্যদিকে আজ দেখা যাবে দ্যুতির মেহেন্দি হচ্ছে। সেখানে খড়িকে মেহেন্দি করতে বলা হলে সে মনে মনে ভাবে যাকে আমি স্বামী বলে মনে করি না তার নামে আবার কি মেহেন্দি পরব?এরপর সেখানে চলে আসবে ঋদ্ধিমান।

সে তখন খড়ির সামনে দাঁড়িয়ে বলবে আপনাকে তো আমার নামে মেহেন্দি পরতেই হবে।জোর করে মেহেন্দি দিয়ে নিজের নাম লেখাবে ঋদ্ধিমান। এই প্রিক্যাপ এখন সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল।

তবে খড়ি সত্যিটা জানার পর আগামী দিনে কী করতে চলেছে সেটা জানার জন্য এখন উদগ্রীব হয়ে আছেন দর্শকরা।

You cannot copy content of this page