গানের সফরে আরও এক ধাপ এগোলেন গৌরব! ‘সারেগামাপা’ খ্যাত গায়কের জীবনের অন্যতম বড় প্রাপ্তি! নিজের স্বপ্ন ছুঁলেন তিনি!

জি বাংলার ‘সারেগামাপা’র (Saregamapa) মঞ্চ থেকেই যাত্রা শুরু, আর তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ‘গৌরব সরকার’কে (Gourab Sarkar) । বাংলা টেলিভিশনের রিয়্যালিটি শো-এর হাত ধরেই ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন এই সুরেলা কণ্ঠের মালিক। গানের অনুষ্ঠান হোক বা প্লে-ব্যাক, সবখানেই নিজের গলা ছড়িয়ে দিয়েছেন তিনি। তার নিজস্ব গানের স্কুলও আছে, যেখানে নিয়মিত গান শেখান। তবে এবার জীবনের আরেকটা মাইলফলক স্পর্শ করলেন গৌরব!

দক্ষিণ কলকাতার রুবি মোড় থেকে সামান্য দূরে ইউটোপিয়া কমপ্লেক্সে কিনেছেন এক বিশালাকৃতির ফ্ল্যাট। ১৫ তলার উপর ১৭০০ স্কোয়ার ফিটের এই ৩ বেডরুমের ফ্ল্যাটই এখন গৌরবের সাজানো ঠিকানা। ২০২০ সালে বুকিং করেছিলেন এই স্বপ্নের আস্তানার, আর অবশেষে বছরের পর বছর অপেক্ষার পরে সেই স্বপ্নের বাস্তব রূপ পেয়েছে। সম্প্রতি সমাজ মাধ্যমে গৃহপ্রবেশের ছবি ভাগ করেছেন তিনি।

ফ্ল্যাটের সামনে লেখা ‘সরকার বাড়ি’, আর সেটাই যেন জানান দিচ্ছে তার গর্বের মাত্রা ঠিক কতখানি। এই নতুন ফ্ল্যাটে শুধু থাকার জন্যই নয়, নিজের সঙ্গীত জগৎকেও গড়ে তুলছেন গৌরব। গায়ক হওয়ার সুবাদে বাড়ির একাংশেই তৈরি করবেন নিজের মিউজিক স্টুডিও। এখানেই বসবে গান শেখানোর আসর, ছাত্রছাত্রীদের তালিম দেওয়ার নতুন ঠিকানা হয়ে উঠবে এই স্বপ্নের বাড়ি।

নিজের কাজের পরিবেশকে নিজের বসতবাড়ির মধ্যেই ঢুকিয়ে দিয়ে গৌরব দুটো জীবনকেই সমান গুরুত্ব দিতে চেয়েছেন। তবে খুশির এই দিনে চোখের কোণে জলও রয়েছে। কারণ, যখন এই বাড়ির পরিকল্পনা করেছিলেন, তখন পাশে ছিলেন তাঁর বাবা। ফ্ল্যাট বুকিংয়ের সময় বাবাই ছিলেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কিন্তু আজ যখন সেই স্বপ্নপূরণের মুহূর্ত এলো, তখন বাবাকে পাশে নেই।

আর পড়ুনঃ মোহনার বাচ্চার বাবা আদি, জানতে পারলো ডোনা! তবে কি এবার ডোনা সব সত্যিটা জানিয়ে দেবে রায় পরিবারকে? এই খবরে কি চিড় ধরবে আদি-শুভর দাম্পত্য জীবনে?

এই না-পাওয়া, এই শূন্যতা গৌরবের গলার সুরে এক নিঃশব্দ কম্পনের মতন। গৌরব সরকারের এই যাত্রা শুধু একজন শিল্পীর প্রাপ্তি নয়, একজন সন্তানের স্বপ্ন, সংগ্রাম আর আবেগের কাহিনি। তার এই নতুন অধ্যায় হয়তো নতুন গান, নতুন সৃষ্টি এবং নতুন গল্পের জন্ম দেবে। আর সেই সবের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে এই ‘সরকার বাড়ি’। আগামীর জন্য অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page