ট্রোলিং নিয়ে মাথা ঘামায় না পটল কুমার ওরফে হিয়ার মা-বাবা! মুখ খুললো হিয়া

ধারাবাহিকের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে হিয়া দে। ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে তার অভিনয় মন জয় করে নেয় দর্শকদের। এমনকি বর্তমানেও বহু মানুষ তাকে তার আসল নামের চেয়ে পটল নামেই বেশি চেনে। তবে আর শিশু নেই সে। এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই ফ্যানবেস রয়েছে তার।

এই মুহুর্তে ‘ফেলনা’ ধারাবাহিকে নাম ভূমিকায় সে অভিনয় করছে। তবে ধারাবাহিকের থেকেও সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা অনেকটাই বেশি। প্রতিদিনই কিছুনা কিছু ভিডিও অথবা ছবি সে শেয়ার করতে থাকে। তবে সবগুলিই যে ভালোভাবে নেয় অনুরাগীরা সেটা নয়। অনেকেই নানা বিদ্রুপ করে তাকে। তবে সেই নেতিবাচক মন্তব্যগুলিকে কেন্দ্র করে এবার জবাব দিল হিয়া। একটি সাক্ষাৎকারে সে উত্তর দিলো এই বিষয়ে।

এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় যে তার পরিবার এই নিয়ে কী ভাবেন। সেই উত্তরে হিয়া বলে যে তার বাড়ির লোক এসবে বিশেষ পাত্তা দেন না, তবে তার মায়ের মাঝেমাঝেই মন খারাপ হয়ে যায়। হিয়াকে সমর্থন করে তার দিদি। তাই তারাই তার মাকে বলেছে যাতে এই বিষয়ে তিনি না ভাবেন। হিয়া মনে করে যে এক একজনের পছন্দ ও রুচি এক এক ধরনের। সে যে রিলগুলি বানায় তাতে তার অনেকটা সময় কেটে যায়। তাই এই বিষয়গুলিকে সে বিশেষ পাত্তা দেয় না।

You cannot copy content of this page