দীর্ঘদিন একটানা ধারাবাহিকে কাজ করার পরে অনেক অভিনেত্রীই ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছেন ছোটপর্দার প্রতি। কারও কাছে তা শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ, আবার কারও মতে দীর্ঘদিনের অভিনয় জীবনের পরে নতুন করে আর দেওয়ার কিছু নেই। এই আবহেই প্রায় আড়াই বছর পরে ছোটপর্দায় ফিরে এলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। তাঁর এই ফেরা তাই স্বাভাবিকভাবেই কৌতূহল জাগিয়েছে দর্শকদের মনে। যেখানে অনেকেই দূরে সরে যাচ্ছেন, সেখানে ইন্দ্রাণী কেন আবার ধারাবাহিকের জগতে পা রাখলেন, সেই প্রশ্ন উঠছেই।
ইন্দ্রাণী নিজে অবশ্য বিষয়টিকে খুব বেশি পরিকল্পনার ফল বলে মানতে নারাজ। তাঁর কথায়, বিশেষ কিছু ভেবে বা কৌশল করে তিনি এই সিদ্ধান্ত নেননি। বরং যে গল্পে নাটকীয়তা রয়েছে এবং অভিনয়ের সুযোগ আছে, এমন কাহিনি তাঁকে এখনও আকর্ষণ করে। অভিনেত্রী মনে করিয়ে দেন, বড়পর্দায় নিয়মিত কাজ করার সময়েও তিনি ধারাবাহিকে অভিনয় করেননি। সেই সময় টেলিফিল্মের কাজ হলেও ধারাবাহিকের প্রস্তাব এলেও তিনি সেগুলি গ্রহণ করেননি। তখন পরিস্থিতি ও পছন্দ ছিল আলাদা, এখন সময় বদলেছে।
ইন্দ্রাণী স্পষ্ট করে জানিয়েছেন, ছোটপর্দা নিয়ে তাঁর কোনও বিরক্তি বা বিতৃষ্ণা তৈরি হয়নি। বরং তিনি বাস্তব দৃষ্টিভঙ্গিতেই বিষয়টিকে দেখেন। তাঁর মতে, ধারাবাহিকে কাজ করলে লম্বা ছুটি পাওয়া সত্যিই কঠিন, এটিই সবচেয়ে বড় অসুবিধা। তবে তার মানে এই নয় যে কাজের আনন্দ কমে যায়। কাজের পরিবেশ ও মানুষের সঙ্গে বোঝাপড়া থাকলে চাপ অনেকটাই কমে যায় বলে মনে করেন তিনি। সেখানেই তাঁর বর্তমান ধারাবাহিকের অভিজ্ঞতা বেশ ইতিবাচক।
আরও পড়ুনঃ দেশের ভবিষ্যতের জন্য বিপদ! ভারতের মতো গণতান্ত্রিক দেশে চিকেন প্যাটিস বিক্রি নিয়ে অশান্তি ভয় ধরাচ্ছে! মত জুন, শ্রীলেখার
এর আগেও স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন ইন্দ্রাণী। সেই পরিচিত পরিবেশ এবং পারস্পরিক বোঝাপড়াই তাঁকে আবার এই সংস্থার সঙ্গে যুক্ত হতে স্বস্তি দিয়েছে। অভিনেত্রীর মতে, স্নেহাশিস চক্রবর্তী একজন সহানুভূতিশীল মানুষ, যিনি শিল্পীদের সুবিধা ও অসুবিধা দুটিকেই গুরুত্ব দেন। এই মানবিক দৃষ্টিভঙ্গিই তাঁর কাছে বড় টান হয়ে উঠেছে। পরিচিত টিমের সঙ্গে কাজ করার ফলে মানসিক চাপও তুলনায় কম থাকে।
এই মুহূর্তে ইন্দ্রাণী যেমন ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত, তেমনই ব্যস্ত তাঁর মেয়ে রাজনন্দিনী পালও নিজের কাজ নিয়ে। ফলে মা মেয়ের একসঙ্গে সময় কাটানোর সুযোগ এখন অনেকটাই কমে গেছে। এই বিষয়টাই একমাত্র চিন্তার কারণ বলে স্বীকার করেছেন অভিনেত্রী। তবুও কাজের প্রতি দায়বদ্ধতা এবং অভিনয়ের প্রতি ভালবাসাই তাঁকে আবার ছোটপর্দায় ফিরিয়ে এনেছে। অভিজ্ঞতা আর পরিণত মন নিয়ে নতুন ইনিংস শুরু করতে প্রস্তুত ইন্দ্রাণী দত্ত।






