ঝামেলা অব্যাহত! জিতু কাজে ফিরতেই মহিলা কমিশনে অভিযোগ দিতিপ্রিয়ার! ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে ফের তুঙ্গে উত্তেজনা

টলিউডে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়াল ঘিরে বিতর্ক যেন শেষই হচ্ছে না। অনস্ক্রিনে ‘অপু–আর্য’-র রসায়ন যেমন মন কাড়ছে, বাস্তবে তেমনই তিক্ত দ্বন্দ্বে জড়িয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও তাঁর সহ-অভিনেতা জিতু কমল। কয়েকদিন আগে বৈঠকের পর জিতু আবার শুটিংয়ে ফিরেছিলেন, যা দেখে অনুরাগীরা মনে করেছিলেন—সমস্যা মিটে গেছে। কিন্তু নতুন তথ্য বলছে, পরিস্থিতি আরও জটিল।

সূত্রের খবর, দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটূক্তি ও মানসিক চাপের জেরে এবার মহিলা কমিশনের পরামর্শ নিয়েছেন। শুধু তাই নয়, তিনি ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগও জানিয়েছেন।

মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দিতিপ্রিয়া তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আইনি পদক্ষেপ বা শিল্পী সংগঠনের কাছে অভিযোগ জানানো যায় কিনা তা জানতে চেয়েছিলেন। যদিও কোনও লিখিত অভিযোগ এখনও কমিশনে জমা পড়েনি। অন্যদিকে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় নিশ্চিত করেছেন যে দিতিপ্রিয়া একটি মেইল পাঠিয়েছেন, তবে তা এখনও খোলা হয়নি।

আরও পড়ুনঃ “এই বয়সে সবাই ভাবে মা-বাবা কিছু বোঝে না…ছেলের পৃথিবী বদলালে আমরাও তৈরি!” “বাবা হলেও বন্ধুর মতো পাশে থাকি, নিয়ম চাপিয়ে দিই না বরং বোঝাতে ভালোবাসি!” ছেলে উপমন্যুর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে অকপট ঋত্বিক চক্রবর্তী!

এদিকে শুটিং সেটেও পরিস্থিতি স্বাভাবিক নয়। এমনও শোনা গিয়েছিল, জিতুর জায়গায় রণজয় বিষ্ণু আসতে পারেন। তবে টিআরপি প্রকাশের পর জিতু নিজেই জানান—আর্য চরিত্রে তিনি থাকছেন এবং শুক্রবার শুটিংয়েও যোগ দিয়েছেন।