Jeetu Kamal Pujo special: অন্য বছরের তুলনায় এ বছরে জনপ্রিয়তার শিখরে জিতু, কেমন হতে চলেছে পুজো পরিকল্পনা তা নিজেই ফাঁস করলেন অভিনেতা

বর্তমানে বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কামাল। ২০১০ সালে ধারাবাহিক দিয়ে নিজের অভিনয় জগত শুরু করলেও ২০২২ সালে তার জীবনের মাইল ফলক ছবি মুক্তি পায়। টেলিভিশনের বহু পুরনো মুখ জিতু। ‘নিয়তি ‘ ‘ভোলা মহেশ্বর’ ‘রাগে অনুরাগে’ ‘মিলন তিথি’ ‘রাঙিয়ে দিয়ে যাও’ ‘অর্ধাঙ্গিনী ‘ ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’ ‘মহাপীঠ তারাপীঠ’ এই ধারাবাহিক গুলিতে অভিনয় করেছেন জিতু।

তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন যেমন ‘জোর যার মুলুক তার’ ‘সুইটহার্ট ‘ ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’ ‘এরাও শত্রু’ ‘লাইভ এন্ড লাইট’ ‘বিদ্রোহিনী ‘ ‘অপরাজিত ‘। এই সব কটি ছবির মধ্যেই ২০২২ সালে অনিক দত্ত পরিচালিত ‘অপরাজিত’তে পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন জিতু। আর তাতেই তার অভিনয় দক্ষতা দেখে বাংলার দর্শক মুগ্ধ হয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

এবার তার পুজো পরিকল্পনায় শেয়ার করে নিলে এক সংবাদ মাধ্যমের কাছে। তিনি বলেন, ‘পুজোর কয়েকটা দিন আমি কাছের মানুষদের সাথে কাটাতে পছন্দ করি। আপাতত বেশ কিছু ইভেন্টের কাজ নিয়ে ব্যস্ত। পরিক্রমাও আছে কয়েকটা। কিন্তু ষষ্ঠী থেকে আর কোনও কাজ নয়। স্কুলের বন্ধুদের সঙ্গে বাড়িতে বসে চুটিয়ে আড্ডা হয়। পুরনো দিনের গল্পগুলোই ঘুরেফিরে উঠে আসে। কিন্তু কখনও একঘেয়ে লাগে না!’

তিনি বললেন, ‘আমরা বন্ধুরা মিলে গাড়ি করে ব্যারাকপুর চলে যাই। সেখানকার বিরিয়ানি ছাড়া পুজো ভাবাই যায় না। এ বছরও তা-ই করব। এখন চাইলে অর্ডার করেও বাড়িতে খাবার আনানো যায়। কিন্তু সবাই মিলে গিয়ে খাবার আনার মজাটাই আলাদা! আমরা আগাগোড়াই তাই করে এসেছি।’

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

পূজার চারটে দিন একটি সাধারন মানুষের মতোই কাটাতে চান জিতু। নিজের যতই পরিচিতি এবং জনপ্রিয়তা আসুক না কেন দুর্গাপূজোয় সাধারণ বাঙালির মতো প্যান্ডেলে বসে আড্ডা, বন্ধুদের সাথে জমিয়ে খাওয়া দাওয়া এসব কিছুই মিস করতে চান না জিতু। পুজোতে তার সঙ্গী হবে তার স্ত্রী নবনীতা দাস এবং বন্ধুরাই।