‘কৃষভির মধ্যে আমি আমার মাকে ফিরে পেয়েছি!’ — মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ কাঞ্চন মল্লিক

গত বছর ২ নভেম্বর অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের জীবনে আসে নতুন আলো—তাঁদের কন্যা কৃষভি। এক বছর আগে কালীপুজোর সময় হঠাৎই খবরটি প্রকাশ্যে আসে। তার আগে গোপনে রাখতেই পছন্দ করেছিলেন তারকা দম্পতি। আজ কৃষভির প্রথম জন্মদিনে মেয়েকে ঘিরে আবেগে ভাসলেন কাঞ্চন। সমাজমাধ্যমে শেয়ার করলেন মেয়ের জন্মের সময়ের কিছু বিশেষ মুহূর্ত।

রবিবার সকালে কাঞ্চন ইনস্টাগ্রামে পোস্ট করেন হাসপাতালের কয়েকটি ছবি। সেখানে দেখা যায় সদ্য মা হওয়া শ্রীময়ী ও কোলে ছোট্ট কৃষভি। পোস্টের ক্যাপশনে কাঞ্চন লেখেন, “শুভ জন্মদিন আমার সোনা মা। আমি চার বছর আগে আমার মাকে হারিয়েছি। কিন্তু গত বছর কৃষভির মধ্যে আবার আমার মাকে ফিরে পেয়েছি।” কয়েকটি লাইনেই বোঝা যায়, মেয়ের প্রতি কাঞ্চনের ভালোবাসা কতটা গভীর।

কাঞ্চন আরও লেখেন, “ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে মেয়েকে বড় করার আনন্দ পেয়েছি। প্রতিদিন চোখের সামনে ওর বেড়ে ওঠা দেখছি। একদিন থেকে একবছর হয়ে গেল—এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না।” মেয়ের প্রতি বাবার এই আবেগ অনুরাগীদের চোখেও জল এনে দিয়েছে।

তিনি আরও যোগ করেন, “আমার আর শ্রীময়ীর কোনও চাহিদা নেই কৃষভিকে নিয়ে। ওর ওপর আমরা কিছুই চাপিয়ে দেব না। শুধু চাই ও যেন মাথা উঁচু করে, সোজা মেরুদণ্ডে, মানুষের মতো মানুষ হয়ে ওঠে। ঈশ্বর যেন ওকে জীবনের সব কঠিন সময়ের সঙ্গে লড়াই করার শক্তি দেন।” অভিনেতার এই কথায় ফুটে ওঠে এক স্নেহশীল পিতার ভালোবাসা ও আশীর্বাদ।

আরও পড়ুনঃ “যদি আমার দলে অসভ্যতা করে থাকে, তাহলে তোমার দল আরও বেশি করেছে!” “পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছ, কিন্তু আমার পেশাদারিত্ব ঠিকই আছে, তোমারটা নেই!”— মঞ্চ বিতর্কে জোজোর অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন পৌষালী! জানালেন ঘটনার সত্যতা?

কাঞ্চনের এই আবেগঘন পোস্টে মন্তব্যে ভরিয়ে দেন সহকর্মী ও অনুরাগীরা। সুদীপা চট্টোপাধ্যায় লেখেন, “Krishvi একদম পাপা-কি-পরী, এমন মেয়ে বাবার ভাগ্য নিয়ে আসে।” শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও খুদে কৃষভিকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা, “হ্যাপি বার্থডে মাই ফেলো স্করপিয়ান।” এর আগেই শ্রীময়ী চিকিৎসকের সঙ্গে মেয়ের প্রি-বার্থডে সেলিব্রেশন সেরে ফেলেছেন। সুখের এই দিনগুলো এখন পুরোপুরি কৃষভিকে ঘিরেই।