কাঞ্চন-শ্রীময়ীর সংসারে এবার নতুন সদস্য! ভাই এলো কৃষভির, নতুন খেলার সঙ্গী পেল কাঞ্চন-কন্যা!

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের সংসার এখন পুরোপুরি ঘিরে আছে তাঁদের এক বছরের মেয়ে কৃষভিকে কেন্দ্র করে। সময় পেলেই তাঁরা ছুটে যান মেয়ের কাছে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রতিটি ছবি বা ভিডিওতে ভেসে ওঠে ভালোবাসার স্রোত। আর সেই ছোট্ট কৃষভির জন্যই এবার নতুন এক আনন্দের খবর শোনালেন তারকা দম্পতি। কৃষভির জীবনে এসেছে এক নতুন সঙ্গী যে এখন ঘরের ছোট্ট তারকাকে মন দিয়ে সঙ্গ দিচ্ছে।

অনেকেই ভাবতে পারেন আবার বাবা মা হলেন কি কাঞ্চন এবং শ্রীময়ী। কিন্তু বিষয়টি মোটেই তেমন নয়। তাঁদের পরিবারে এসেছে এক চার পেয়ে নতুন সদস্য একটি ছোট্ট পোষ্য যে খুব দ্রুতই সবাইকে নিজের মিষ্টি আচরণে জয় করে নিয়েছে। শ্রীময়ী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে পরিবারের নতুন সদস্যটির সঙ্গে খেলতে চাইছে কৃষভি যদিও প্রথমে সে একটু ভয় পাচ্ছিল তবুও কৌতূহল এবং ভালোবাসায় ভর করে সে পোষ্যের দিকে এগিয়ে যায়। বাবা কাঞ্চন কোলে বসিয়েই মেয়েকে সাহস দিচ্ছিলেন আর বলছিলেন এটা তোমার বন্ধু এবং ভাইয়ের মতো।

ভিডিওতে দেখা যায় কাঞ্চন আদর করে পোষ্যকে ডাকছেন আর সেই দৃশ্য দেখে কৃষভিও আনন্দে ফ্লাইং কিস দিচ্ছে। এমনকি কাঞ্চন যখন পোষ্যকে বসতে বলেন তখন কৃষভিও শিশুসুলভ কণ্ঠে সিট সিট বলতে শুরু করে। মেয়ের এই খেলাধুলোর মুহূর্ত দেখে গর্বে অভিভূত শ্রীময়ী ক্যাপশনে লিখেছেন আমাদের কৃষভির নতুন খেলার সাথী। তাঁদের ব্যস্ত জীবনে মেয়ের আনন্দ যেন থেমে না যায় তাইই তাঁরা ঘরে নিয়ে এলেন এই ছোট্ট বন্ধুটিকে।

বর্তমানে শ্রীময়ী নতুন ধারাবাহিকের শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে কাঞ্চনও রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি অভিনয় নিয়েও প্রচণ্ড ব্যস্ত। এত কাজের মাঝেও তাঁরা চেয়েছেন তাঁদের মেয়ে যেন সারাদিন আনন্দে থাকে এবং একা না লাগে। সেই কারণেই পরিবারের নতুন চার পেয়ে সদস্য এখন কৃষভির অবিরাম খেলার সঙ্গী হয়ে উঠেছে। এখন দিনের বেশিরভাগ সময় কৃষভি থাকে শ্রীময়ীর মায়ের সঙ্গে আর পোষ্যটিও হয়ে উঠেছে সেই সময়ের সঙ্গী।

আরও পড়ুনঃ ‘শাশুড়ি-বৌমার নয়, দুটো ভিন্ন বয়সী মেয়ের সখ্যতাটাই আসল…কম্পাস-ঋতজার সম্পর্কটা খুবই বিরল বাংলা ধারাবাহিকে!’ মল্লিকা মজুমদারের মন্তব্যেই ফাঁস জনপ্রিয়তার রহস্য! তিনি জানালেন, কেন শাশুড়ি-বৌমার এই জুটি এখন দর্শকদের প্রিয়?

উল্লেখযোগ্য বিষয় হল ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁরা আইনি বিয়ে করেন এবং সেই বছরের ২৫ মার্চ সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এরপর সাড়ে আট মাসের মাথায় জন্ম নেয় তাঁদের মেয়ে কৃষভি যে চলতি নভেম্বরে এক বছরে পা দিয়েছে। এত কম সময়েই কৃষভি পুরো পরিবারের প্রাণ হয়ে উঠেছে আর তার নতুন ভাইয়ের আগমন সেই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

You cannot copy content of this page